বিভিন্ন বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা চীনের বাজারের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করে দেশটিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। শাংহাইয়ে চলমান অষ্টম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো- সিআইআইই চলাকালে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে তারা এমন আগ্রহের কথা জানান।
সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্লেনারি অধিবেশনে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) নিয়ে বেশ কিছু নীতি নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনা উদ্ভাবন, উচ্চমানের উন্নয়ন এবং আধুনিক শিল্প ব্যবস্থার ওপর জোর দেবে বলে জানানো হয়। এসব নীতিই বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়িয়েছে।
জার্মান অপটিক্স জায়ান্ট জাইসের গ্রেটার চায়নার সিইও মার্টিন ফিশার বলেন, নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা তাদের জন্য বহু সুযোগ তৈরি করছে। নিপ্পন পেইন্ট চায়নার সিইও চোং চোংলিন জানালেন, প্লেনারি সেশনের পর থেকে চীন আরও উন্মুক্ত এবং বিদেশি বিনিয়োগবান্ধব হবে। হানিওয়েল চায়নার প্রেসিডেন্ট ইউ ফেং জানান, বাস্তব অর্থনীতি ও ম্যানুফ্যাকচারিং শক্তিশালী করা, নতুন গুণগত উৎপাদনশীলতা এবং উচ্চমানের উন্নয়নই চীনের উন্নয়নধারাকে আরও এগিয়ে নেবে।
বায়ার, নেসলে এবং হেনকেলসহ অন্যান্য বহুজাতিক কোম্পানিও চীনা বাজারে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বায়ার জানিয়েছে, ১৪০ বছরের উপস্থিতিতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা চীনা বাজারে প্রতিনিয়ত বিনিয়োগ বাড়িয়েছে। নেসলে জানায়, গত পাঁচ বছরে তাদের বিনিয়োগ কমেনি, বরং বেড়েছে। হেনকেলও চীনে নতুন অধিগ্রহণসহ উৎপাদন সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি