গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আপডেট : গাজার কাছে গ্রেটা থুনবার্গসহ ত্রাণকর্মীদের আটক করেছে ইসরাইল।
আপডেট 1:13 pm US CST: ইজরায়েলি সেনার সুমুদ ফ্লোটিলার আলমা জাহাজে অবতরণ করেছে। এই জাহাজেই আছে গ্রেটা থুনবার্গ আর নেলসন ম্যান্ডেলার নাতি, নকোসি জ্বেলিভেলিলে ম্যান্ডেলা, যিনি মান্ডলা ম্যান্ডেলা নামেও পরিচিত।
আপডেট ১:২৮ পিএম, ইউএস সিএসটি: Turkish drones are nowhere in sight, and no ships are reported as active escorts.
Update 1:32 pm US CST: সুমুদ ফ্লোটিলার অর্গানাইজার আর অফিসিয়াল ইয়াসমিন আকার ফর্মালি জানিয়েছে যে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার আলমা নৌকাটি আটক করা হচ্ছে এবং তাদের অপহরণ করা হচ্ছে।
Update 1:44 pm US CST: আলামার পর ইসরায়েলি সেনার দ্বিতীয় জাহাজ (বোট) সিরিয়াস এ উঠে পড়েছে।
ফ্লোটিলা কিন্তু এখনও গাজা থেকে ৫৪ নটিক্যাল মাইল দূরে এবং আন্তর্জাতিক জলসীমায় রয়েছে।
Update 1:58 pm US CST: আলমার ক্রু-সদস্যদের অপহরণ করা হয়েছে। তাদের সবাইকে ইজরায়েলি পোর্ট এসদোদে নিয়ে যাওয়া হবে। যারা স্বেচ্ছায় ইজরায়েল ত্যাগ করবে তাদের ছেড়ে দেয় হবে আর যারা জানতে চাইবে না, তাদের ইজরায়েল গ্রেফতার করে কারাগারে পাঠাবে।
Update 2:22 pm US CST: তৃতীয় বোট আদারা কে ঘিরে চলছে এখন ইজরায়েলি সেনাদের অবরোধ, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে তারা এই বটে।
এই নিয়ে ৩ টি বোট ক্যাপচার করল ইজরায়েলি নেভি।
Update 3:17 pm US CST: এই পর্যন্ত ইজরায়েলি নেভি কর্তৃক আটককৃত গ্লোবাল সামুদের বোটের সংখ্যা ৪। বাকি বোটগুলো তাদের গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে। সিচুয়েশন খুব ফ্লুইড।
আপডেট ৩:৫০ পিএম : গ্রেটার এরেস্টের মুহূর্তের ভিডিও।
Update 4:03 pm: এখন পর্যন্ত যেই ৬ টি বোট ইজরায়েল ইন্টারসেপ্ট করেছে সেগুলো হলো - আলমা, সিরিয়াস, স্পেকট্রা, হুগা, আদারা, এবং দেইর ইয়াসিন। বাকি প্রায় ৩৮ টি বোট এখন গাজা থেকে ৭০ নটিক্যাল মেইল দূরে আছে, তারা তাদের যাত্রা অব্যাহত রেখেছে।