বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশি সাংবাদিকদের চীন বিষয়ক প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’-এ প্রতিবেদন জমা দেওয়ার সময় চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
২০২৪ সালের ১ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এ প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। সোমবার এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরস্কারের আয়োজকরা।
এ আয়োজনে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবসহ একসঙ্গে কাজ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
চীনা দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই অ্যাওয়ার্ডসের সহ-আয়োজক হিসেবে থাকবে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন মৈত্রী বিনিময় কেন্দ্র।
পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে—সাধারণ সংবাদ, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিবেদন, ভিজ্যুয়াল এবং মিডিয়া ইনোভেশন।
প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজনের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনজনের প্রত্যেকে পাবেন ৩০ হাজার টাকা ও সনদ।
আয়োজক সংগঠনের সদস্যরা যার যার সংগঠনের মাধ্যমে প্রতিবেদন জমা দেবেন। সংগঠনের বাইরে থাকা সাংবাদিকরা সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে পারবেন। প্রতিবেদন জমা দেওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে-https://bangla.cgtn.com/2025/09/30/ARTI1759234653618507