উত্তর চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে হালকা থেকে ভারী তুষারপাত শুরু হওয়ায় যানবাহন চলাচল এবং পশুপালন সুরক্ষায় দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
হেইলংচিয়াংয়ের হেচাং শহরে শনিবার দুপুর থেকে টানা তুষারপাত চলছে। নগর ব্যবস্থাপনা বিভাগ দ্রুত সমন্বিতভাবে প্রধান সড়ক, ফুটপাত ও বাসস্টপগুলোতে তুষার পরিষ্কার করে যান চলাচল নিশ্চিত করছে। উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের তা’ছিং, তা’সিংআনলিং ও ছিছিহারসহ একাধিক শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া বন্ধ রাখা হয়েছে এক্সপ্রেসওয়ের কিছু অংশ। এদিকে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর শহরে শনিবার ভোর থেকেই শুরু হয় ভারী তুষারপাত। স্থানীয় পরিবহন ও নগর ব্যবস্থাপনা বিভাগ জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি