চীনে শুরু হলো ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রবিষয়ক সি চিনপিং চিন্তাধারার আন্তর্জাতিক গবেষণা ফোরাম ২০২৫।’ বুধবার বেইজিংয়ে চায়নিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেয়ের আয়োজনে দুই দিনব্যাপী এই ফোরামের উদ্বোধন করা হয়।
এবারের প্রতিপাদ্য ‘শতাব্দীতে অভূতপূর্ব পরিবর্তন এবং চীনের শাসনব্যবস্থা।’ ফোরামটিতে বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০ জন গবেষক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এই সম্মেলন সি চিনপিংয়ের সমাজতন্ত্র বিষয়ক চিন্তাধারা গবেষণা ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা বিশ্বব্যাপী চীনের কমিউনিস্ট পার্টির শাসন দর্শন ও উন্নয়ন দর্শন বুঝতে সহায়তা করবে। আলোচনায় অংশ নেওয়া গবেষকরা বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে চীনের উন্নয়ন কৌশল, প্রশাসনিক সাফল্য ও নতুন যুগে ‘চায়নিজ উইজডম’ বা চীনা প্রজ্ঞার প্রাসঙ্গিকতা নিয়ে মতবিনিময় করেন।
আজাদ/শুভ তথ্য ও ছবি: সিজিটিএন