প্রায় ৯ বছর পর নতুন লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগের লোগোতে আল্লাহর নাম থাকলেও নতুন লোগোতে নেই আরবিতে লেখা 'আল্লাহ'। ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে দলের আমির ডা. শফিকুর রহমানের এক বৈঠকে প্রথমবারের মতো দলটির নতুন লোগো ও দলীয় পতাকা প্রকাশ্যে আসে।
Table of Contents
জামায়াতের নতুন লোগোতে কী রয়েছে?
নতুন লোগোটিতে সবুজ পতাকার মধ্যে একটি কিতাবের ওপর উদীয়মান সূর্য চিত্রিত হয়েছে। সূর্যের ওপরে রয়েছে একটি কলম, যা দলের প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাবের দুই পাশ থেকে উঠে আসা একটি অর্ধবৃত্ত রয়েছে, যা প্রবেশদ্বার বা উন্মুক্ততার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১৬ সালের লোগো পরিবর্তনের ইতিহাস
এর আগেও ২০১৬ সালে জামায়াত লোগো পরিবর্তন করেছিল। তখনকার লোগোটিতে ছিল গম্বুজের মধ্যে "আল্লাহ" শব্দের মাঝে দলের প্রতীক দাঁড়িপাল্লা। নিচে লেখা ছিল: "আকিমুদ দ্বীন" (দ্বীন কায়েম করো)।
২০১৬ সালের ৭ জুন আরও একটি লোগো ব্যবহার শুরু হয়—বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙে ডিজাইন করা হয়েছিল যেখানে ওপরে লেখা ছিল "বাংলাদেশ" এবং নিচে "জামায়াতে ইসলামী"। তবে এই লোগো কখনোই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আনুষ্ঠানিক ঘোষণা নেই, সামাজিক মাধ্যমে আলোচনায় নতুন লোগো
রোববার সামনে আসা লোগোও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি জামায়াত। দলটির নেতারা জানিয়েছেন, নতুন লোগো সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার পরিকল্পনা ছিল না, তবে সামাজিক মাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি এখন দলীয়ভাবে বিবেচনায় রয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান,
“বিভিন্ন লোগোর ডিজাইন প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। কোনটি চূড়ান্ত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
লোগো পরিবর্তনের পেছনে কী কারণ?
যদিও আনুষ্ঠানিকভাবে লোগো পরিবর্তনের কারণ জানানো হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি হতে পারে দলের নতুন ভাবমূর্তি তুলে ধরার একটি প্রচেষ্টা। দলটি সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশ্যে তেমন রাজনৈতিক তৎপরতা দেখায়নি এবং নতুন লোগো হয়তো সেই পরিবর্তনেরই অংশ।