এ এইচ সবুজ, গাজীপুর: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শাহ্ রিয়াজুল হান্নানের নাম ঘোষণা করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: আ.স.ম হান্নান শাহ্'র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের নাম ঘোষণা করেন।
এদিকে নাম ঘোষণার পর থেকেই উপজেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করছেন। শাহ্ রিয়াজুল হান্নানকে কাপাসিয়ায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করায় একই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শাহ্ রিয়াজুল হান্নানকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াতের এই নেতা।
পোস্ট করার পরপরই মুহূর্তের মধ্যেই শত শত শেয়ারের মাধ্যমে জামায়াত নেতা সালাউদ্দিন আইউবীর পোস্ট করা শুভেচ্ছা বার্তাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জামায়াত নেতা সালাউদ্দিন আইউবীর এমন শুভেচ্ছা বার্তা দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ।
মাহমুদ হাসান আরিফ নামের একজন কমেন্টসে লিখছেন: দেশের রাজনীতিতে নতুন সূর্য উদিত হয়েছে। এই আলো ছড়িয়ে পড়ুক। পারস্পরিক এই শ্রদ্ধাবোধ চিরকাল অটুট থাকুক। শারুখ খান নামের একজন লিখেছেন: রাজনৈতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। ভালোবাসা প্রিয় সালাউদ্দিন আইউবী ভাই।
আলী হোসাইন চৌধুরী নামের একজন লিখেছেন: এর নাম রাজনৈতিক সৌন্দর্য। মেহেদী হাসান রুমি নামের একজন লিখেছেন: সুন্দর মানসিকতার বহিঃপ্রকাশ।
আর এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা তাদের মতামত প্রকাশ করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন জামায়াত নেতা সালাউদ্দিন আইউবীকে। বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন পাওয়া শাহ্ রিয়াজুল হান্নানকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আইউবীর ফেসবুক পেইজে পোস্ট করা শুভেচ্ছা বার্তাটি নীচে হুবহু তুলে ধরা হলো:
শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ ভাই৷ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহ রিয়াজুল হান্নান।
ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রিয়াজ ভাইকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সৌভাগ্য-ঐতিহ্যবাহী এই রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইনশাআল্লাহ ।
রিয়াজ ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব। রাজনীতিতে সৃষ্টিশীলতার নজির দেখাবেন। নতুনত্বকে আলিঙ্গন করবেন।