চীনের গণমুক্তি ফৌজ পিএলএ বিমানবাহিনী তাদের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যেখানে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ অভিযান প্রদর্শিত হয়েছে।
“ডিস্ট্যান্ট ড্রিমস” শিরোনামের এই মাইক্রোফিল্মে এক সাধারণ পরিবারের দৃষ্টিকোণ থেকে চীনা বিমানবাহিনীর উন্নয়ন ও রূপান্তরের ধারাবাহিক অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে বিমানবাহিনীর প্রধান যুদ্ধ সক্ষমতা যেমন বিমান ইউনিট, ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার সিস্টেম ও এয়ারবর্ন ইউনিট প্রদর্শন করা হয়েছে।
এতে ১৪তম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা (২০২১–২০২৫) চলাকালে বিমানবাহিনীর সরঞ্জাম ব্যবস্থার প্ল্যাটফর্মভিত্তিক কাঠামো থেকে সমন্বিত সিস্টেমে রূপান্তরের অগ্রগতি তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ভিডিওটিতে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ পরিচালনা দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্ভবত নতুন ধরনের এক যুদ্ধবিমানের ইঙ্গিত বহন করে। চলচ্চিত্রটি বিমানবাহিনীর অফিসার ও সেনাদের দায়িত্ববোধ, দেশপ্রেম, এবং সেনা ও সাধারণ জনগণের গভীর সম্পর্ককে ফুটিয়ে তুলেছে।
ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি