কাপাসিয়ায় বিএনপির হামলায় ১২ সাংবাদিক আহত

কাপাসিয়ায় বিএনপির হামলায় ১২ সাংবাদিক আহত
কাপাসিয়ায় বিএনপির হামলায় ১২ সাংবাদিক আহত
5/5 - (3 votes)

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান রকি হোসেনকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,কাপাসিয়া উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা দুপুরে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম।

সভা শেষ হওয়ার পরপরই দুপুর দেড়টার দিকে কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে আসা একদল নেতাকর্মী শাহ্ রিয়াজুল হান্নানের নাম ধরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে এসে অতর্কিত হামলা চালায়। তারা সভার চেয়ার, টেবিল, মাইক, সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাংচুর করে। একপর্যায়ে একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপরও চড়াও হয় এবং হামলা চালায় তারা।

এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রকি হোসেন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা,আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরে উপস্থিত সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির একটি মতবিনিময় সভা করছিলাম। সভা শেষ হয়ে যাওয়ার আধাঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে একদল নেতাকর্মী ওই সমাবেশস্থলে এসে অতর্কিতভাবে হামলা চালায়।

তিনি আরো বলেন, তারা প্যান্ডেল, মাইক ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর করে আহত করে। তিনি এ ঘটনা নিয়ে দোষীদের শাস্তি ও বিচার দাবি জানান।

এ ঘটনায় জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামীকাল রবিবার (১৮ মে) সকাল ১১ টায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.