এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব এবং প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহিস্কৃত নেতার কোনো ধরণের অপকর্মের দায় দল গ্রহণ করবে না। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা বহিস্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।
জানা গেছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনায়েদ হোসেন লিয়নের একটি মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপক আলোচনার সৃষ্টি করলে শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।
 
                                             
                                         
         
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            