কাপাসিয়ার প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকশ দর্শনার্থী ও অতিথি উপস্থিত ছিলেন।

ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ডিসপ্লে ও বিচিত্রানুষ্ঠানে নৃত্য দেখে আগত অতিথিরা ভূয়সি প্রশংসা করেন। ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে ছিলো- দৌড় প্রতিযোগিতা, যার হাতে সে নেই, ফুল কুড়ানো, মোরগের লড়াই, গোলক নিক্ষেপ, ঘুরে এসে চেয়ারে বসা, জলে ডাঙ্গা খেলা ইত্যাদি।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক প্রভাষক মো: নিজাম উদ্দিন তারেক।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আজহারুল হক এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই পর্বে আলাদাভাবে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো: হারুন অর রশিদ হিরণ মোল্লা ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক আছমা আক্তার।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার এম এ জেড শরীফ। মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফকির আব্দুস ছোবহান মাষ্টার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন বিএসসি, রহিজ উদ্দিন, ব্যবসায়ী সিরাজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: শামসদ্দিন মেমোরিয়াল একাডেমীর পরিচালক আলমগীর হোসেন বিএ, মো: রুহুল আমিন, এস এম খোকন কাজী,আসাদুজ্জামান মনির, মো: বাদল মীর, কাজল মিয়া মিস্ত্রী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হিরণ মোল্লা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।