দুর্গাপুজোর আর বাকি নেই এক সপ্তাহও। গলি থেকে রাজপথ—সর্বত্র চলছে শেষ মুহূর্তের মণ্ডপ তৈরির ব্যস্ততা। কিন্তু এই উৎসবের আমেজের মাঝেই বাড়ছে গাড়ির চাকা ফুটো হওয়ার ঝুঁকি।
কলকাতার বিভিন্ন গাড়ি সারাইয়ের গ্যারাজ ও টায়ার সার্ভিস সেন্টারগুলো গাড়ির মালিকদের সতর্ক করছেন—পুজোর সময়ে নিয়মিত গাড়ির টায়ারের হাওয়ার চাপ পরীক্ষা করাতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত হাওয়া ভরেও নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, মণ্ডপ তৈরির সময়ে রাস্তায় ছড়িয়ে পড়ে নানা পেরেক ও ধারালো বস্তু। বিশেষ করে গলির মধ্যে দিয়ে গাড়ি চলাচলের সময় এসব পেরেক চাকায় ঢুকে গাড়ির চাকা ফুটো হওয়ার ঘটনা বাড়ছে। রাজা দীনেন্দ্র স্ট্রিটের এক দোকান মালিক তন্ময় রায় জানান, ‘‘এই সময়ে প্রতিদিন ৮–১০টি গাড়ির ফুটো টায়ার সারাতে হয়। বর্ষায় রাস্তায় গর্ত তৈরি হয়, আর সেই গর্তেই পেরেকসহ ধারালো বস্তু জমা থাকে। চালকরা না বুঝেই গাড়ি চালান, ফলে টায়ারে পেরেক ঢুকে যায়।’’
চাকা সারাইয়ের দোকানগুলো বলছে, দুর্গাপুজো ও কালীপুজোর সময়েই এই সমস্যা বেশি হয়। কারণ মণ্ডপ ও তোরণ নির্মাণে প্রচুর পেরেক ব্যবহৃত হয়। অনেক সময় পেরেক ঠুকতে গিয়ে সেটি ছিটকে রাস্তায় পড়ে থাকে। শ্রমিকরা তা তোলেন না, ফলে অলিগলি ও প্রধান সড়ক জুড়ে পেরেক ছড়িয়ে থাকে।
নির্মলচন্দ্র স্ট্রিটের এক গ্যারাজ মালিক কুণাল গুপ্ত বলেন, ‘‘এই সময়ে গাড়ির চাকার দিকে বাড়তি খেয়াল রাখা দরকার। যাঁরা নিয়মিত টায়ারের হাওয়া পরীক্ষা করেন, তাঁদের সমস্যায় পড়তে হয় না। বিশেষ করে টিউবহীন টায়ারে পেরেক ঢুকলেও গাড়ি সঙ্গে সঙ্গে বসে যায় না।’’
অতএব দুর্গাপুজোর ব্যস্ত সময়ে গাড়ির টায়ারের হাওয়ার চাপ নিয়মিত পরীক্ষা করানো এবং প্রয়োজন অনুযায়ী হাওয়া ভরা—এই দুটি অভ্যাসই চালক ও গাড়ির মালিকদের ঝুঁকি কমাতে সাহায্য করবে।