মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মালয়ালম সিনেমা ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’। দর্শকের প্রশংসা, সমালোচকদের ইতিবাচক রিভিউ আর বক্স অফিসে দারুণ সাফল্য—সব মিলিয়ে ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো ছবিটি এখন দেশের আলোচনায়।
আট দিনে আয় ১২০ কোটি
কল্যাণী প্রিয়দর্শন অভিনীত ছবিটি মুক্তির মাত্র আট দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২০ কোটি রুপি। এতে ভেঙে গেছে একাধিক মালয়ালম ও তামিল ছবির লাইফটাইম রেকর্ড। শুধু দক্ষিণ ভারত নয়, গোটা ভারতের সিনেমাপ্রেমীদের নজর এখন এই ছবির দিকেই।
প্রথম সপ্তাহের ফলাফল
প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৫৪.৩৫ কোটি রুপি। শুধু বৃহস্পতিবারই আয় করেছে ৮ কোটি, যা আগের দিনের তুলনায় ১৩ শতাংশ বেশি। সপ্তাহের মাঝামাঝি সময়ে এমন প্রবৃদ্ধি প্রমাণ করছে, মুখে মুখে জনপ্রিয়তা পাচ্ছে ছবিটি এবং দ্বিতীয় সপ্তাহান্তেও সাফল্যের ধারা অব্যাহত থাকতে পারে।
রেকর্ড ভাঙার ধারাবাহিকতা
মাত্র এক সপ্তাহে ছবিটি মালয়ালম ব্লকবাস্টার ‘মার্কো’ (১১০ কোটি) ও ‘এআরএম’ (১০৭ কোটি)-কে ছাড়িয়ে গেছে। এমনকি ধানুশ ও নাগার্জুনা অভিনীত তামিল-তেলেগু ছবি ‘কুবেরা’ (১১৫ কোটি)-কেও পেছনে ফেলেছে।
তারকাদের প্রশংসা
দুলকার সালমান প্রযোজিত ওয়েফেয়ারার সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি হিসেবে মুক্তি পাওয়া এ ছবির প্রশংসায় ইতিমধ্যেই মুখ খুলেছেন বলিউড তারকারা।
-
প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে লিখেছেন: ‘ভারতের প্রথম নারী সুপারহিরো হাজির। অভিনন্দন দুলকার ও পুরো টিমকে। মালয়ালম জয় করেছে, এবার হিন্দিতেও আসছে। ওয়াচলিস্টে যোগ করলাম।’
-
আলিয়া ভাট বলেছেন: ‘পুরাণ আর রহস্যের দারুণ সমন্বয়। এই ভালোবাসা প্রাপ্যই ছিল।’
-
অক্ষয় কুমার এক্সে মন্তব্য করেছেন: ‘কল্যাণী প্রিয়দর্শনের অভিনয় নিয়ে অসাধারণ কথা শুনছি। হিন্দি সংস্করণের জন্য শুভেচ্ছা।’
নতুন মাইলফলক
চলচ্চিত্রে কল্যাণীকে দেখা গেছে ‘চন্দ্রা’ চরিত্রে—এক শক্তিশালী নারী, যিনি পুরাণকাহিনি ও আধুনিক বাস্তবতার মিশ্র জগতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
সমালোচক ও সাধারণ দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি, মাত্র এক সপ্তাহেই বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’। ফলে এটি এখন দক্ষিণ ভারতের ইতিহাসে নারী-প্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা ছবির তকমা অর্জন করেছে।