বিনোদন

'ইয়া আলী' খ্যাত অসমিয়া জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং ও প্যারাগ্লাইডিং করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

'ইয়া আলী'খ্যাত অসমিয়া জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই
'ইয়া আলী'খ্যাত অসমিয়া জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

'ইয়া আলী' গানের খ্যাতনামা ভারতীয় (অসমিয়া) সংগীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) আজ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং ও প্যারাগ্লাইডিং করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সময় শুক্রবার দুপুর দেড়টার কিছু পরে গায়ককে অচৈতন্য অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত দুপুর আড়াইটা নাগাদ মৃত্যু ঘোষণা করা হয়।

জুবিন গিয়েছিলেন সিঙ্গাপুরের ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে, যেখানে একই দিনে তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি।

অপ্রত্যাশিত মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে সংগীত ও চলচ্চিত্রজগৎ। শোক জানিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসম এক অপূরণীয় ক্ষতি হারাল। জুবিনের শূন্যস্থান পূরণ করা অসম্ভব।”

এর আগে, চলতি বছরের মে মাসে জুবিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন তিনি। তবুও অসুস্থ অবস্থায় অসমিয়া ছবি ‘ভাইমন দা’–এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।

প্রয়াণের সময় গায়কের বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন ভক্ত, সহকর্মী এবং সমগ্র সংগীতপ্রেমী মহল। হিন্দি 'গ্যাংস্টার' সিনেমায় 'ইয়া আলী' গানের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন।