বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর পর নতুন অধ্যায় শুরু হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় এই চিত্রনায়কের রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, তার পরিবার বরাবরই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা।
Table of Contents
আত্মহত্যা থেকে হত্যা মামলা: আদালতের নতুন নির্দেশ
গত ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই অভিনেতার মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।
রেজভীর জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নতুন করে আলোচনায় এসেছে ১৯৯৭ সালে আসামি রেজভী আহমেদ ফরহাদের ১৬৪ ধারার জবানবন্দি, যেখানে তিনি স্বীকার করেন—
“আমরা সালমান শাহকে হত্যা করেছি। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানো হয়।”
রেজভীর দাবি অনুযায়ী, সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি ১২ লাখ টাকার বিনিময়ে এই হত্যার চুক্তি করেছিলেন। পরিকল্পনায় জড়িত ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
রহস্যঘেরা রাতের ভয়াবহ বর্ণনা
রেজভীর বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গুলিস্তানের একটি বারে কয়েকজন পরিকল্পনাকারী একত্রিত হন।
সেখানে প্রথমে ২ লাখ টাকা দেওয়া হয়, পরে আরও ৪ লাখ টাকা আসে। মোট ১২ লাখ টাকায় সালমান শাহকে হত্যার সিদ্ধান্ত হয়।
রাত আড়াইটায় ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই ও রেজভী সালমান শাহর বাসায় যান। ঘুমন্ত অবস্থায় সামিরা সালমানকে ক্লোরোফর্ম দেন, পরে ধস্তাধস্তির এক পর্যায়ে সালমান শাহকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়।
এরপর তার মরদেহকে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে সাজানো হয়, বলে দাবি করেন রেজভী।
হত্যা মামলায় ১১ জন আসামি
নতুন সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন:
-
সামিরা হক (সাবেক স্ত্রী)
-
আজিজ মোহাম্মদ ভাই (প্রযোজক)
-
লতিফা হক লুসি (শাশুড়ি)
-
খলনায়ক ডন
-
ডেভিড
-
জাভেদ
-
ফারুক
-
রুবি (মেফিয়া বিউটি সেন্টার)
-
আবদুস সাত্তার
-
সাজু
-
রেজভী আহমেদ ফরহাদ
২৫ বছরের অকাল মৃত্যু ও চলমান রহস্য
মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর ঘটনায় বাংলাদেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একাধিক তদন্ত কমিটি ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করলেও, সালমান শাহর পরিবার বরাবরই বলেছে— এটি একটি সুপরিকল্পিত হত্যা।
দীর্ঘ ২৯ বছর পর অবশেষে সেই অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়, যা নতুন করে আলোচনায় এনেছে সালমান শাহর রহস্যময় মৃত্যু।