টঙ্গী থেকে গুম হওয়া আলেমকে পঞ্চগড় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞান করে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাকে। একাধিক হুমকিমূলক চিঠি পাওয়ার পর ২২ অক্টোবর (বুধবার) সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি (বিটিসিএল) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী। তাকে ইশকন পরিচয়ে উড়ো চিঠিতে কয়েক দফা হত্যার হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় মুসল্লিরা জানান, খতিব মুহিবুল্লাহ জুমার নামাজে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে বয়ান করেছিলেন। মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ, ভারতে পাচার ও পতিতালয়ে বিক্রি ইত্যাদির ব্যাপারে আলোচনা করায় তাকে হত্যার হুমকি দিয়ে বেশ কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন।
২২ অক্টোবর (বুধবার)সকাল ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও সোয়া ১১টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজ মুহিবুল্লাহর ছেলে বলেন, আমাদের সন্দেহ হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দুর্বৃত্ত্বরা তাকে অপহরণ বা গুম করে থাকতে পারে। এরপর আলেম-ওলামা, ধর্মপ্রাণ জনতা নিখোঁজ আলেমের খোঁজ ও আইনি পদক্ষেপ নিতে বুধবার রাতে টঙ্গী থানায় জড়ো হয়।
সর্বশেষ ২৩ অক্টোবর সকালে সকালে পঞ্চগড় হেলিপ্যাড বাজারে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। জ্ঞানহারা অবস্থায় মাটিতে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।