প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | ৭০৭টি পদ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Ministry of Primary and Mass Education job circular 2023) প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (http://www.mopme.gov.bd) অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (http://www.bnfe.gov.bd) উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে ১৬তম ও ২০তম গ্রেডে ৭০৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (http://bnfe.teletalk.com.bd) ২০ জুন থেকে ১৯ জুলাই ২০২৩ বিকাল ৫টার মধ্যে ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ | প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো) |
মোট পদের সংখ্যা | ৭০৭টি |
পদভেদে যোগ্যতা | এসএসসি / সমমান থেকে এইচএসসি / সমমান |
আবেদনের তারিখ | ২০ জুন থেকে ১৯ জুলাই ২০২৩ |
আবেদনের লিংক | http://bnfe.teletalk.com.bd |
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পদের নাম ও সংখ্যা
- ১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬৫
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: অন্যূন ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৪২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: অন্যূন ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
২০২৩ সালের ২০ জুন বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।
অনলাইনে আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bnfe.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.bnfe.gov.bd/ লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।