নগদ অ্যাপ নিয়ে গুগলের সতর্কতা জারি করেছে গুগল। গতকাল থেকেই অ্যান্ড্রয়েডের স্মার্টফোনগুলোতে নগদ অ্যাপের ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করছে নির্মাতা গুগল। মোবাইলভিত্তিক আর্থিন লেনদেনের (MFS) অ্যাপ 'নগদ' অ্যাপকে ক্ষতিকর (harmful) হিসেবে সতর্ক করছে Google Play Protect। এই অ্যাপটি গুগল প্লে নীতিমালা লঙ্ঘন করে গ্রাহকের বেশ কিছু তথ্যের অ্যাক্সেস নিচ্ছে বলে মনে করছে গুগল।
অ্যাপটি প্রয়োজনের চেয়েও অতিরিক্ত ও অপ্রয়োজনীয় অ্যাক্সেস বা পারমিশন চাচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
নগদ অ্যাপ যেসব পারমিশন চাচ্ছে:
📸 ক্যামেরা
🖼️ গ্যালারি
🎤 মাইক্রোফোন
🔈 অডিও রেকর্ডিং
📩 SMS
📞 কল লগ
👥 কনট্যাক্ট
📍 লোকেশন
তাই অ্যাপটির ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করছে অ্যান্ড্রয়েডের নির্মাতা প্রতিষ্ঠান গুগল।