চীনের উত্তর-পূর্বাঞ্চলের চিলিন প্রদেশের সীমান্ত শহর হুনছুন থেকে রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত নতুন একটি মালবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার ৪৬টি কনটেইনার পণ্য নিয়ে ট্রেনটি মস্কোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ট্রেনের কনটেইনারগুলোতে ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গৃহস্থালি পণ্য ও ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য। এই রেল নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়ার বরফাচ্ছন্ন উপকূলরেখা এবং ডিপিআরকে-এর দুর্গম পর্বতমালায় ঘেরা ছোট্ট সীমান্ত শহর হুনচুন বর্তমানে চীন, রাশিয়া এবং ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে চালু হওয়া হুনচুন-মাখালিনো রেল ডাক-বিশেষ ট্রেন পরিষেবা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬৪টি ট্রেন চলাচল করেছে।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া