নতুন টাকা ২০২৫ | বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট

নতুন টাকা ২০২৫ | বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট
নতুন টাকা ২০২৫ | বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট
1/5 - (1 vote)

বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুন ২০২৫ থেকে নতুন সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

নতুন টাকার ছবি : নতুন টাকার নোটে থাকছে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া

নতুন ডিজাইনের নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি নেই। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন চালু করা হবে। এসব নোটে বাংলাদেশের ঐতিহাসিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে, যা জাতীয় পরিচয় তুলে ধরতে সহায়ক হবে।

স্পেসিমেন নোট মুদ্রিত, সংগ্রাহকদের জন্য বিশেষ সুযোগ

সংগ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোট প্রকাশ করেছে, যেগুলো বিনিময়যোগ্য নয়। নির্ধারিত মূল্যে এসব স্পেসিমেন নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

প্রচলিত নোট ও কয়েন চালু থাকবে

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

মুদ্রানীতিতে যুগান্তকারী পদক্ষেপ

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে দেশের মুদ্রানীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ডিজাইনে আধুনিকতা আনার পাশাপাশি জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.