নোবেল পুরস্কার ২০২৩ তালিকা – Nobel prize 2023 list


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ৪, ২০২৩, ২:১০ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
নোবেল পুরস্কার ২০২৩ তালিকা – Nobel prize 2023 list

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা (Nobel prize 2023 list) এখানে দেওয়া হয়েছে। সব বিষয়ের নোবেল জয়ীদের তালিকা একই দিন ঘোষণা হয় না, পর্যায়ক্রমে কয়েক দিনে নাম ঘোষণা করা হয়।

৬টি বিষয়ের উপর প্রতি বছর আন্তর্জাতিকভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলিতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা শুরু হয়, একমাত্র অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে।

উল্লেখ্য নোবেল শান্তি পুরস্কার ব্যতীত সমগ্র ক্ষেত্রগুলিতে সুইডেন থেকে পুরস্কার বিতরণ করা হলেও, একমাত্র বিশ্ব শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে।

নোবেল পুরস্কারের বিষয় তালিকা

  • সাহিত্য
  • অর্থনীতি
  • চিকিৎসা শাস্ত্র
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন বিজ্ঞান
  • শান্তি

নোবেল পুরস্কার ২০২৩ : কোন বিষয়ে কে নোবেল পেলেন

নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু নিম্নে উল্লেখ করা হলো :

চিকিৎসা বিজ্ঞান

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গারির ক্যাটালিন কারিকো (Katalin Karikó) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান (Drew Weissman)। কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ (mRNA) টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পদার্থ বিজ্ঞান

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি (Pierre Agostini), জার্মানির ফেরেঙ্ক ক্রাউস (Ferenc Krausz) ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার (Anne L’Huillier)। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

অন্যান্য বিষয়ের নোবেল জয়ীদের তালিকা পর্যায়ক্রমে এই পোস্টে আপডেট করা হবে।

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা
নোবেল পুরস্কার ২০২৩ তালিকা

নোবেল পুরস্কার চালু হয়েছে কত সালে?

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়।

5/5 - (7 votes)