১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে। ৩০ আগস্ট ২০২৩ (বুধবার) রাতে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
লিখিত পরীক্ষায় (Written exam) ২৬ হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS পাঠিয়ে ফলাফল জানিয়ে দেবে কর্তৃপক্ষ।
 
গত ৫ ও ৬ মে ২০২৩ তারিখে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ। 
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
Table of Contents
- ১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে পাসের হার
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩
- NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৩ কিভাবে দেখা যাবে
- এনটিআরসিএ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল নোটিশ ২০২৩
- ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রার্থী প্রায় ১২ লাখ
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ কবে
- 17th NTRCA mcq exam date 2022
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি
- 17th ntrca circular :
- ১৭ তম নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে?
১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে পাসের হার
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে মোট উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ২৪.৮৯ শতাংশ।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩
| কর্তৃপক্ষ | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) | 
| পদ | স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক | 
| মোট প্রার্থী সংখ্যা | প্রায় ১২ লাখ | 
| পরীক্ষার তারিখ | ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও ৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ) | 
| প্রিলিমিনারি ফলাফল প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৩ | 
| লিখিত ফলাফল | আগস্ট ২০২৩ (সম্ভাব্য) | 
| রেজাল্ট চেক | http://ntrca.teletalk.com.bd/result/ | 
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.ntrca.gov.bd | 
উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বরে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।
NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৩ কিভাবে দেখা যাবে
- NTRCA 17th teacher registration result 2023 check link : http://ntrca.teletalk.com.bd/result/
এনটিআরসিএ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল নোটিশ ২০২৩
![NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট ২০২৩ pdf [প্রিলি ফলাফল ntrca.gov.bd] - 17th NTRCA result 2023 pdf download ntrca.teletalk.com.bd/result/](https://edudaily24.files.wordpress.com/2023/02/17th-ntrca-result-2023-notice.png)
১৭তম শিক্ষক নিবন্ধনে প্রার্থী প্রায় ১২ লাখ
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ২০২২ সালের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ কবে
| পর্যায় | তারিখ ও বার | সময় | 
| স্কুল-২, স্কুল | ৩০ ডিসেম্বর ২০২২ | সকাল ১০-১১টা | 
| কলেজ | ৩১ ডিসেম্বর ২০২২ | সকাল ১০-১১টা | 
17th NTRCA mcq exam date 2022
17th NTRCA mcq exam date 2022 notice pdf download link : http://www.ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/d1d7c3ff_461a_45fa_a4c6_bf7289657a8c/2022-11-14-03-40-6a497fa340b64f6c553212aff905e873.pdf
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি
17th ntrca circular :

 
                                             
         
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            