গুম-খুন-ধর্ষণের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানানো হয়েছে।
উগ্র হিন্দুত্ববাদ, পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ, ইসলাম অবমাননা ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইন্তিফাদা। সংগঠনটির পক্ষ থেকে ইসকন নিষিদ্ধের দাবির পাশাপাশি অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গাজীপুরে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ধর্ষক এবং সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। টঙ্গি এলাকায় অপহরণ-হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ ও ইসলামবিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা ও রক্ষা ব্যবস্থাসহ আইনি কাঠানো গঠন করতে হবে। ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া টঙ্গী গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন স্থান ও ক্যাম্পাসে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ ছাত্র-জনতা।