ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। এই দিনটি কেবল একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং এটি আত্মত্যাগ, সহানুভূতি, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত প্রতীক। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এবং সেই মাংস সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বণ্টন করার মাধ্যমে ইসলামের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ দিকটি ফুটে ওঠে।
Table of Contents
ঈদুল আজহার পেছনের ইতিহাস ও তাৎপর্য
ঈদুল আজহার ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর অতুলনীয় ত্যাগের কথা। প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে আল্লাহর আদেশে উৎসর্গ করতে প্রস্তুত হওয়ার মধ্য দিয়ে তিনি যে তাকওয়া ও আত্মসমর্পণের নিদর্শন স্থাপন করেছেন, তা মুসলিমদের জীবনে চিরন্তন অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই ঘটনার স্মরণে আজও মুসলমানরা কোরবানি করে থাকেন, যার উদ্দেশ্য কেবল রক্ত ও মাংস নয়, বরং অন্তরের খোদাভীতি এবং পরিপূর্ণ আত্মসমর্পণ।
কোরবানির প্রকৃত শিক্ষা
আধুনিক সমাজে ঈদুল আজহা অনেক সময় বাহ্যিক আড়ম্বর ও সামাজিক প্রতিযোগিতার রূপ নেয়। কে বড় গরু কোরবানি দিল, কার ছবি বেশি ভাইরাল হলো—এইসব বাহ্যিকতা ঈদের মূল শিক্ষাকে ম্লান করে দেয়। কিন্তু প্রকৃত কোরবানির শিক্ষা হলো নিজের অহংকার, লোভ, হিংসা ও বিভেদ ভুলে গিয়ে আত্মশুদ্ধি অর্জন। এই উৎসব আমাদের শেখায়—আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাহ্যিক রূপে নয়, বরং মনের পবিত্রতা ও তাকওয়ায় নিহিত।
ঈদুল আজহার সামাজিক ও মানবিক দিক
ঈদুল আজহা সামাজিক সাম্য ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনে ধনী-গরিব, জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে, যা ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের চেতনাকে জাগ্রত করে। কোরবানির মাংস শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ না করে গরিব-অসহায়দের মধ্যে বিতরণ করাই ঈদের প্রকৃত রীতি।
আজকের ঈদ, আগামী সমাজ
একদিন পরেই আসছে পবিত্র ঈদুল আজহা ২০২৫। আসুন, এই ঈদে শুধু পশু নয়, নিজেদের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও হীনমন্যতার ‘পশু সত্তা’কেও কোরবানি করি। আত্মত্যাগ, মানবতা ও সহানুভূতির মূল্যবোধকে বাস্তব জীবনে প্রয়োগ করে গড়ে তুলি একটি ন্যায়ভিত্তিক, সহমর্মী সমাজ।
শেষকথা: ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা
ঈদুল আজহার প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধে। ঈদের মর্মবাণী যেন শুধু সামাজিক মাধ্যমের ছবি বা বাহ্যিক জাঁকজমকে সীমাবদ্ধ না থাকে। চলুন আমরা সবাই মিলে ঈদুল আজহার এই পবিত্র দিনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে মানবতার আলো ছড়িয়ে দিই সবার মাঝে।
সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!
- সম্পাদক, এডু ডেইলি ২৪