পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের প্রাচীন জলশহর উচেনে রোববার সফলভাবে শেষ হলো ২০২৫ বিশ্ব ইন্টারনেট সম্মেলন। তিন দিনব্যাপী এই বড় আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল বুদ্ধিমত্তার উন্মুক্ত, সহযোগিতামূলক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠন—সাইবারস্পেসে অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি তৈরি’।
সম্মেলনে অংশ নিতে ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১,৬০০-এর বেশি প্রতিনিধি উচেনে জড়ো হন। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘লাইট অফ ইন্টারনেট এক্সপো’, যেখানে ৫৪ দেশ ও অঞ্চলের ৬৭০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রদর্শনীতে দেখানো হয় এক হাজারেরও বেশি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য। এবারের সম্মেলনের আরেকটি বড় সাফল্য হলো ডিজিটাল ইকোনমি ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশন কনফারেন্স। যেখানে শতাধিক প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট মূল্য ১০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার)।
২০১৪ সাল থেকে টানা ১১ বার সফলভাবে আয়োজিত উচেন সামিট এখন চীনের অন্যতম প্রধান বার্ষিক আন্তর্জাতিক ইভেন্ট। এখানে বৈশ্বিক ইন্টারনেট নীতি, প্রযুক্তিগত উন্নয়ন ও সাইবারস্পেসের বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিসিটিভি