Edu Daily 24
খবর

উত্তরা থেকে টঙ্গী ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে

উত্তরা থেকে টঙ্গী ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের ৪.৫ কিলোমিটার অংশ উদ্বোধন করেন।

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ফ্লাইওভার

১৭ জুন ২০২৩ তারিখ থেকে জনসাধারণের জন্য এই flyover খুলে দেওয়া হয়েছে।

টঙ্গীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট অংশটুকু (৪.৫ কিলোমিটার) অংশ উদ্বোধন করেন।

ফ্লাইওভার পরিদর্শন শেষে সেতুমন্ত্রী বলেন, পুরো বিআরটি প্রকল্পের প্রায় ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে এবং হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিস চালু হবে বলেও জানান তিনি।