সাহাবুদ্দিন প্রিন্স পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ভাইভা বোর্ডে ছিলেন ১৬ মিনিটের মতো। তাঁর চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ
অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দেওয়ার পরে বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান : আমার নাম, জেলা, উপজেলা নিজেই বললেন।
আমি : শুধু জি স্যার, জি স্যার করলাম আমি।
চেয়ারম্যান : কয়টা বিসিএস দিয়েছেন?
আমি : স্যার, পাঁচটা।
চেয়ারম্যান : এটা আপনার কয় নম্বর বিসিএস পরীক্ষা?
আমি : এটা তিন নম্বর বিসিএস পরীক্ষা, স্যার।
চেয়ারম্যান : ফোরআইআর বলতে কী বোঝেন?
আমি : ফোরআইআর বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন বলতে বোঝায় চতুর্থ শিল্প বিপ্লব। ৪ওজ বা চতুর্থ শিল্প বিপ্লব বলতে উত্পাদন পদ্ধতি ও প্রযুক্তি স্বয়ংক্রিয়করণ এবং তথ্য আদান-প্রদানের প্রচলন। এটি প্রযুক্তিগত পরিবর্তন নির্দেশ করে।
চেয়ারম্যান : এর উপাদানগুলো কী কী?
আমি : IOT (Internet of Thinks), ক্লাউড কম্পিউটিং, সাইবার ফিজিক্যাল সিস্টেম (সিপিএস) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এর অন্তর্ভুক্ত।
চেয়ারম্যান : ব্লক চেইন কী?
আমি: সরি স্যার।
চেয়ারম্যান: আপনার বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী জেলায় একটা বিদ্যুেকন্দ্র রয়েছে। নামটি বলতে পারবেন এবং পটুয়াখালী জেলার কোথায় অবস্থিত?
আমি : পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্র। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর তীরের ধানখালী গ্রামে অবস্থিত।
চেয়ারম্যান : এটি কত মেগাওয়াট উত্পাদন ক্ষমতার?
আমি: ১৩২০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতা। বিদ্যুেকন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াটের মোট দুটি ইউনিট রয়েছে।
প্রথম এক্সটার্নাল : পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্রের প্রধান জ্বালানি কী?
আমি : স্যার, প্রধান জ্বালানি কয়লা।
প্রথম এক্সটার্নাল : এই বিদ্যুেকন্দ্রে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আমি : স্যার, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।
প্রথম এক্সটার্নাল : আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি কী?
আমি : কয়লাভিত্তিক প্রকল্পে পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হয় তাকে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি বলা হয়।
প্রথম এক্সটার্নাল : আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারংয়ে পড়াশোনা করছেন। What are the major areas of mechanical engineering?
আমি : Automotive Engineering, Aerospace, Biotechnology, Energy Conversion, Robotics, Automation, HVAC (Heating, Ventilation & Airconditioning), Manufacturing etc. are the major areas of Mechanical Engineering.
প্রথম এক্সটার্নাল : What type of engine is used in large marine ships?
আমি : Sir, most marine ships use diesel engines.
প্রথম এক্সটার্নাল : What is the main difference between petrol engine and diesel engine?
আমি : The main difference between petrol engine and diesel engine is that in a petrol engine, fuel and air both are compressed with a spark, while in a diesel engine, only air is compressed, and fuel is injected in compressed air.
প্রথম এক্সটার্নাল : জলবিদ্যুত্ কিভাবে উত্পাদন হয়?
আমি : জলবিদ্যুত্ উত্পাদনের জন্য সাধারণত নদীর এমন একটি অংশকে বেছে নেওয়া হয়, যেখানে বাঁধ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পানি প্রবাহ করা যায়। আর এই প্রবাহের চাপের মধ্য দিয়েই বিদ্যুত্ উত্পাদিত হয়। পানির স্রোত বা চাপকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন করা হয়। পানির গতিশক্তিকে ধরার জন্য জলবিদ্যুেকন্দ্রগুলোতে ব্যবহূত হয় টারবাইন। গতিশীল পানি এসে ধাক্কা দেয় টারবাইন পাখায়। টারবাইন চাকার সঙ্গে যুক্ত থাকে জেনারেটর। তাই চাকা ঘোরার সঙ্গে সঙ্গে জেনারেটরও ঘুরতে থাকে। জেনারেটর যান্ত্রিক শক্তিকে পরিণত করে বিদ্যুত্ শক্তিতে।
প্রথম এক্সটার্নাল : Stress-Strain curve আঁকতে পারবেন?
আমি : জি স্যার। সামনে রাখা সাদা কাগজে Stress-Strain Curve এঁকে করে জমা দিলাম।
প্রথম এক্সটার্নাল : রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?
আমি : স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় পরমাণু শক্তি কমিশন।
দ্বিতীয় এক্সটার্নাল : আপনার প্রথম পছন্দ?
আমি : বিসিএস প্রশাসন।
দ্বিতীয় এক্সটার্নাল : সহকারী কমিশনার (ভূমি) কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
আমি : স্যার, ভূমি মন্ত্রণালয়ের অধীনে।
দ্বিতীয় এক্সটার্নাল : সহকারী কমিশনারের (ভূমি) কাজ কী?
আমি : রাজস্ব সংগ্রহ, মিউটেশন, ভূমি জরিপ, মোবাইল কোর্ট পরিচালনা, হাটবাজার ও খাসমহল ব্যবস্থাপনা ইত্যাদি।
দ্বিতীয় এক্সটার্নাল : What is green field factory?
আমি : Sorry sir.
দ্বিতীয় এক্সটার্নাল : What is the constitutional name of Bangladesh?
আমি: The People’s Republic of Bangladesh.
দ্বিতীয় এক্সটার্নাল : বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কয়টি?
আমি : বাংলাদেশের সংবিধান অনুসারে মৌলিক অধিকার ১৮টি।
দ্বিতীয় এক্সটার্নাল : What is the difference between Honesty & Integrity?
আমি : Honesty means being truthful and transparent in one’s actions and words, while integrity is adhering to a strong moral code and principles.
ঠিক আছে। আপনার কাগজপত্র নিন।
সালাম দিয়ে বিনয়ের সহিত প্রস্থান।
সূত্র: কালের কণ্ঠ
ভাইভা প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার কয়টি?
Content Freshness & Accuracy
Verified
Published
Aug 7, 2025
Updated
Sep 21, 2025
Next Review
Mar 22, 2026
Our Freshness Pledge
We commit to regularly reviewing and updating our content to ensure it remains accurate, relevant, and trustworthy.
Learn About Our Review Process
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current and relevant.
Unbiased Coverage
We strive to present balanced and unbiased information.