ভাইভা প্রশ্ন : বর্তমানে ব্যাংকিং সেক্টরে কী কী সমস্যা আছে?

ভাইভা প্রশ্ন : বর্তমানে ব্যাংকিং সেক্টরে কী কী সমস্যা আছে?
৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগ দিয়েছেন সাইফুল ইসলাম। এটা ছিল তাঁর তৃতীয় ভাইভা। ভাইভা বোর্ডে ছিলেন ১৬ মিনিটের মতো। তাঁর ভাইভার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে কাছাকাছি দূরত্বে গিয়ে সালাম দিলাম। স্যার সালামের উত্তর দিয়ে বসতে বললেন। আমি বসে ধন্যবাদ দিলাম। চেয়ারম্যান : বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে কী কী সমস্যা আছে? —স্যার, আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো রয়েছে, এদের মধ্যে খেলাপি ঋণ, জালিয়াতি, তারল্য সংকট, তদারকির শিথিলতা অন্যতম। আইএমএফ বাংলাদেশে লোন দেওয়ার ক্ষেত্রে কিছু সংস্কারের কথা বলেছে, সেগুলো কী? —ব্যাংক কম্পানি আইন সংশোধন, রিজার্ভের যথাযথ গণনা পদ্ধতি অনুসরণ, জ্বালানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক ফর্মুলা অনুসরণ, আয়কর আইন সংসদে পাস, রাজস্ব বাড়ানো, বাজেটের নির্দিষ্ট অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে বরাদ্দ, ছয় মাস পর পর মুদ্রানীতি ঘোষণা ইত্যাদি। বাংলাদেশের মোট বাজেটের পরিমাণ কত? —স্যার, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট বাজেটের পরিমাণ সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ কত? —স্যরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। বাজেটে ব্যক্তিক শ্রেণির করমুক্ত আয়সীমা কত? —৩,৫০,০০০ টাকা। জিডিপির প্রবৃদ্ধি কত? —জিডিপির প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ। এক্সটার্নাল-১ : আপনি এখন কী করছেন? —৩৮তম বিসিএস নন-ক্যাডারের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর (দশম গ্রেড) হিসেবে কর্মরত আছি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? —এফ ডব্লিউ টেইলর। What is Efficiency? —Sir, Efficiency means achieving objectives with the least amount of resources. What is effectiveness? —Sir,  Effectiveness means doing the right things at the right time. What are the stages of Maslow’s Hierarchy of Needs? —Sir,  Maslow categories 5 stages of human needs. These are 1. Physiological needs, 2. Safety needs, 3. Love & Belonging, 4. Esteem needs, 5. Self Actualization. সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে কী  বোঝাতে চেয়েছেন? —স্যার, আব্রাহাম মাসলোর মতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা মূলত মানুষ তার সৃষ্টিশীল কাজ ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে অমর হয়ে থাকতে চায়। এক্সটার্নাল-২ : নারীর ক্ষমতায়ন কী? —স্যার, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ ও স্বাধীন মতামত প্রকাশের ক্ষমতাকে নারীর ক্ষমতায়ন বলে। ইক্যুয়ালিটি ও ইক্যুয়িটি কী? উদাহরণ দিন। —ইক্যুয়ালিটি হলো সমতার নীতি আর ইক্যুয়িটি হলো ন্যায্যতার নীতি। ধরুন, একটি পরিবারে দুটি সন্তান আছে। একজন ছেলে ও অন্যজন মেয়ে। এখন মা-বাবার  দায়িত্ব হলো ছেলে ও মেয়েকে শিক্ষার সমান পরিবেশ নিশ্চিত করা ও সমান সুযোগ দেওয়া। এটা হলো সমতার নীতি। এই দুটি সন্তানের মধ্যে ছেলে বা মেয়ে লিঙ্গভেদে দুজনের পুষ্টি চাহিদা ভিন্ন হতে পারে বা কমবেশি হতে পারে। মা-বাবার দায়িত্ব হবে দুজনের পুষ্টি চাহিদা পূরণ করা। এটা হলো ন্যায্যতার নীতি। চেয়ারম্যান : What is good governance? —Sir,  Good governance is the process of  governing system  that ensures human rights,  rule of law and participation of the citizen. What are the elements of good governance? —Sir, Elements are participation, Rule of law, Equity, Efficiency, Responsiveness. আরো গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে —Accountability, Transparency. ঠিক আছে, আপনি আসুন। সূত্র: কালের কণ্ঠ

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.