বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন রাজিব হোসেন। ৪১তম বিসিএসে কৃষি ক্যাডারে নিয়োগ পেয়েছেন তিনি। ভাইভা বোর্ডে ছিলেন ২৫ মিনিটের মতো। তাঁর ভাইভা অভিজ্ঞতা
শুনেছেন আব্দুন নুর নাহিদ
অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম।
চেয়ারম্যান : আপনি মাস্টার্স করেছেন হর্টিকালচারে?
আমি : জ্বি, স্যার।
আচ্ছা বলুন, একটা ফুল দেখে কিভাবে বুঝবেন সেটা রাতে ফোটে না, দিনে ফোটে।
—সরি স্যার, এটা আমার জানা নেই।
এক্সটার্নাল-২ : স্যার খুব ভালো একটা প্রশ্ন করছেন। আপনার উত্তরটি জানা উচিত ছিল।
চেয়ারম্যান : আমি আবার প্রশ্নটি করি, যদি ফুলের রং সাদা এবং গন্ধযুক্ত হয় তাহলে কখন ফুটবে।
—রাতে ফুটবে, স্যার।
আমার মনে হচ্ছিল আপনি পারবেন, কিন্তু আপনার কনফিডেন্স অভাব আছে, এটা সিভিল সার্ভিসের জন্য খারাপ। আমরা কনফিডেন্ট অফিসার চাই।
চেয়ারম্যান : ব্রাজিল দেশটাকে কী হিসেবে জানেন?
—স্যার, ফুটবল এর জন্য ব্রাজিলকে চিনি। ব্রাজিল পাঁচবার বিশ্বকাপজয়ী। এ ছাড়া কিংবদন্তি ফুটবল খেলোয়াড় পেলে ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন।
ব্রাজিল থেকে সবচেয়ে বেশি কী আমদানি করা হয়।
—চিনি, স্যার।
সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমদানি করা হয়?
—চায়না থেকে।
কী কী আমদানি করা হয়?
—Capital Machinery, Textile Yarn, Electronics.
ব্রাজিল আমদানিতে কততম।
—তৃতীয় (নিজে নিজে হিসাব করতেছিলাম ভারত দ্বিতীয় হলে ব্রাজিল তৃতীয় হতে পারে)।
ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত স্থানের নাম বলুন?
—বালি, স্যার।
কেন বিখ্যাত?
—এটি একটি বিখ্যাত পর্যটন স্থান।
কয়েকটি রঙিন ফুলের নাম বলুন
—গোলাপ, এলামোন্ডা...
গোলাপকে কি সরাসরি রঙিন ফুল বলতে পারি?
—চুপ ছিলাম।
ফুল আমাদের কী কাজে লাগে, কেন চাষ করি, এর ব্যবহার বলুন।
—স্যার, ফুল মানুষের মনে প্রশান্তি এনে দেয়। যেকোনো অনুষ্ঠানে সাজসজ্জার জন্য ফুল ব্যবহার করি। বিভিন্ন দিবসে শ্রদ্ধা জানাতে ফুল ব্যবহার করি। তা ছাড়া বাইরের দেশে ফুলের ভালো রপ্তানি মূল্য আছে।
প্রথম এক্সটার্নাল : ইন্দোনেশিয়া থেকে কী কী আমদানি করা হয়?
—স্যার, সবজি বীজ।
জিডিপি ও জিএনপি সম্পর্কে বলুন।
—জিডিপি হচ্ছে মোট দেশজ উত্পাদন। জিডিপিতে শুধু দেশের ভেতরে উত্পাদিত পণ্য ও সেবা মূল্যকে ধরা হয়। জিএনপি হচ্ছে মোট জাতীয় উত্পাদন, যেখানে বাংলাদেশের যেসব নাগরিক বিদেশে কাজ করে যে অর্থ উপার্জন করে দেশে পাঠান তা-সহ হিসাব করা হয়। আর জিডিপিতে দেশে থাকা বিদেশি নাগরিকদের আয়ও ধরা হয়।
কোনটা বড়?
—জিডিপি বা জিএনপি যেকোনোটি বড় হতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রে জিএনপি বড়। কারণ বাংলাদেশের প্রবাসীদের আয় বেশি।
বর্তমানে কৃষিতে চ্যালেঞ্জগুলো কী কী?
—বরেন্দ্র অঞ্চলে খরা, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, হাওর অঞ্চলের আগাম বন্যা।
এগুলো সমাধানের জন্য আমরা কী করতে পারি?
—হাওর অঞ্চলে সমলয় কৃষি, কৃষি যান্ত্রিকীকরণ, আগাম জাতের ধান, বরেন্দ্র অঞ্চলে এডাব্লিউ (অল হুইল ড্রাইভ ভেহিকল) মেথড ব্যবহার করতে পারি। উপকূল অঞ্চলে লবণাক্তসহিষ্ণু ফসল চাষাবাদ করতে পারি।
হর্টিকালচারাল প্রডাক্ট দীর্ঘদিন থাকে না কেন।
—হর্টিকালচারাল প্রডাক্ট রসালো অংশের পরিমাণ বেশি থাকে এবং হারভেষ্ট করার পরও মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে।
চেয়ারম্যান : আপনি এখন যে উত্তরটা করলেন, তা ইংরেজিতে বলুন।
—Horticultural crops contain higher water contents and continue their metabolic activities after harvest. Due to higher water contents, all horticultural crops are highly perishable nature.
দ্বিতীয় এক্সটার্নাল : ধরুন, একজন কৃষক আপনার কাছে এলেন। তিনি হর্টিকালচার প্রডাক্ট চাষ করতে চান, তাঁকে কী পরামর্শ দেবেন।
—স্যার, বাজারে যেসব ফলের চাহিদা বেশি এবং লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো চাষ করতে বলব। গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি)-এর পরামর্শ দেব। এ ছাড়া যেন আইপিএম (ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট) প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটার পরামর্শ দেব।
মাটির ক্ষতি না করে কিভাবে চাষাবাদ করবেন।
—যথেচ্ছ সার ব্যবহার করব না, প্রয়োজনে মাটি পরীক্ষা করে সার ব্যবহার করব। পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট সার ব্যবহার করব। ক্রপ রোটেশন করব।
হর্টিকালচার মাঠে একটা সেচ পদ্ধতির নাম বলেন।
—Sprinkler Irrigation.
এটার অন্য একটা নামও আছে।
—Drip Irrigation.
চেয়ারম্যান : ঠিক আছে রাজিব আপনি আসুন।
সূত্র: কালের কণ্ঠ
ভাইভা প্রশ্ন : গোলাপকে কি রঙিন ফুল বলতে পারি?
Content Freshness & Accuracy
Verified
Published
Aug 7, 2025
Updated
Sep 21, 2025
Next Review
Mar 22, 2026
Our Freshness Pledge
We commit to regularly reviewing and updating our content to ensure it remains accurate, relevant, and trustworthy.
Learn About Our Review Process
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current and relevant.
Unbiased Coverage
We strive to present balanced and unbiased information.