ভাইভা প্রশ্ন : নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকা কী?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
5/5 - (3 votes)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চন্দন দাস। ৪৩তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ
চেয়ারম্যান: কী করেন মিস্টার চন্দন?
আমি: আপাতত কিছু করছি না, স্যার।
এত সময় হয়ে গেছে, তার পরও কিছু করছেন না! টিউশনি করান?
—জি স্যার।
এইতো কাজ করেন! ক্ষুদ্র ও কুটিরশিল্প নিয়ে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা কী?
—বিভিন্ন ব্যাংকে ক্ষুদ্রঋণ চালু, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠা—এসব করেছে সরকার।
বাংলাদেশে কোন কোন জেলায় বিসিক আছে?
—৬৪ জেলায়।
আপনার জেলায় বিসিক আছে?
—হ্যাঁ স্যার, আছে।
আপনার জেলার বিসিকে গেছেন কখনো?
জি স্যার।
কী কী দেখেছেন?
—মুরগির ফিড তৈরির কারখানা, বেকারি।
জিআই পণ্য কয়টি ও কী কী?
—জিআই পণ্য ১৮টি (কয়েকটির নাম বললাম)।
বিজয়পুরের সাদামাটি সম্পর্কে বলুন।
—নেত্রকোনার বিজয়পুরে এই মাটি পাওয়া যায়। এই মাটি দিয়ে সিরামিকের জিনিসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যারস বানানো হয়। সেখানকার জেলা প্রশাসক এই মাটি জিআই পণ্য করার সুপারিশ করেন।

এক্সটার্নাল-১: সাদামাটি বা ক্লের সংকেত বলতে পারবেন?
—ক্যালসিয়াম সিলিকেট (আসলে এটা সিমেন্টের সংকেত। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম সিলিকেটস)।
তাহলে সিমেন্টের সংকেত কী?
—ক্যালসিয়াম সিলিকেটস ও অ্যালুমিনিয়াম সিলিকেটসের মিক্সচার।
ফুড সেফটি ও ফুড সিকিউরিটির মধ্যে পার্থক্য কী?
—ফুড সেফটি হলো সবার মধ্যে নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন খাবার পৌঁছে দেওয়া। আর ফুড সিকিউরিটি হলো সবার মধ্যে যথেষ্ট পরিমাণ খাবার সরবরাহ করা।
UV Spectroscopy-এর মূলনীতি কী?
(বিস্তারিত বললাম, কিন্তু খুব ভালো উত্তর হলো না। এক্সটার্নাল ম্যাডামকে প্রশ্ন করতে বললেন এক্সটার্নাল-১ স্যার)

এক্সটার্নাল-২: ট্রানজিট ও ট্রানশিপমেন্ট কী? উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন।
—দুইয়ের অধিক দেশের মধ্যে স্থাপিত যোগাযোগ সড়ককে বলা হয় ট্রানজিট। যেমন—ভারতের পণ্য বাংলাদেশ ভূখণ্ড হয়ে মিয়ানমারে যাবে। ট্রানশিপমেন্ট হলো—ট্রানজিটে পণ্য পরিবহনের সময় যে দেশের ওপর দিয়ে পণ্য যাবে সে দেশের যানবাহন ব্যাবহার করা। যেমন—ভারতের পণ্য কলকাতা থেকে ত্রিপুরা নেওয়ার সময় বাংলাদেশের পরিবহনও ব্যবহার করবে!
নারীর ক্ষমতায়নের সংজ্ঞা বলুন।
—জাতীয় জীবনের সব ক্ষেত্রে যেমন—রাজনীতি, অর্থনীতি, নীতিনির্ধারণী, সামাজিক সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা ও পুরুষের সমান অধিকার দেওয়ার মাধ্যমে নারীদের মেধা ও মননের বিকাশে সহযোগিতা করাকে বলা হয় নারী ক্ষমতায়ন।
নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকা কী?
[সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ যেমন—১৯, ২৭, ২৮ (১.২.৩.৪), ২৯ (১), ৬৫(৩) উল্লেখ করে বিস্তারিত বললাম।]

চেয়ারম্যান: নারীর ক্ষমতায়নে সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সরকার বাস্তবায়ন করছে, বলুন।
—অনুচ্ছেদ-২৭ অনুযায়ী সরকার নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। ৬৫(৩) অনুযায়ী রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

১৭ নম্বর অনুচ্ছেদ কী, জানেন?
—জি স্যার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
অবৈতনিক শিক্ষা কোন ক্লাস পর্যন্ত দেওয়া হয়।
—অষ্টম শ্রেণি পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়, স্যার।
ঠিক আছে, ভাইভা শেষ। আপনি আসতে পারেন।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.