৪১তম বিসিএসে কৃষি ক্যাডারে প্রথম হয়েছেন মো. জাহিদুর রহমান। ভাইভায় বেশির ভাগ প্রশ্ন ছিল ইংরেজিতে। প্রশ্নোত্তর পর্ব ছিল ৩০ মিনিটের মতো। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন রবিউল আলম লুইপা
অনুমতি নিয়ে ভাইভা রুমে প্রবেশ করলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। আমার কাগজপত্র দেখে স্যার নিজেই আমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা বললেন। এক্সটার্নাল-২ স্যার বললেন, ‘মাস্ক খুলে কথা বলুন।’ এরপর চেয়ারম্যান স্যার সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে গেলেন।
চেয়ারম্যান : Tell me your opinion about UN. Is it functioning right?
আমি : No sir, It has declined from the right track in my view. It can’t serve it’s member countries well enough in this current turbulent world politics.
Why so? What do you think is the main problem?
—I think the veto system assigned to the permanent members is the core problem.
Who are the permanent members?
—There are 5 permanent members sir; China, US, UK, Russia and France.
These are very powerful countries, right?
—Yes sir.
Then how they are responsible for UN’s problems? They have their own power to exercise over the world outside of UN.
—Sir, In order to take any decision or finalise anything in the UN these countries must have
an uninamous opinion. Which is quite impossible in my view. I’ve not seen them having same
opinion in any global issue. So just one veto from any one of them can make any UN initiative futile.
Not in any global issue? Are you sure?
—May be in issues like climate change or global pandemic they agree a bit with each other.
But we see targetedblame game or propaganda against each other a lot. So may be they look
united on the front, but I think the reality is different.
Anything else?
—Sorry sir. I can’t recall any other specific situation.
Okay. Tell me about US initiatives to fight China’s initiatives in the Indo-Pacific region.
—Sir, the Indo-Pacific Strategy of the US, which is against China’s Belt and Road Initiative is formulated to build stronger ties with countries around the Indo-Pacific region, like India, Japan, Pakistan etc. They are also forming security related alliances like QUAD, AUKUS etc.
এক্সটার্নাল-১ : আপনি কি দিয়েগো গার্সিয়া সম্পর্কে জানেন?
—স্যার, এটি ভারত মহাসাগরের একটি দ্বীপ।
বর্তমানে কেন এটি আলোচনায় আসছে?
—দুঃখিত স্যার, এটি জানা নেই।
আচ্ছা, বাংলাদেশে কি কোনো দেশের সামরিক ঘাঁটি আছে? কোথায় আছে?
—স্যার, আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দেশের সামরিক ঘাঁটি হয়নি।
কেন? বাংলাদেশ ছোট দেশ, তাই?
—না স্যার। বাংলাদেশ ছোট দেশ হলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব এখন অনেক বেশি।
আচ্ছা, আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলে পারস্পরিক স্বার্থ দেখার জন্য তো সার্কের মতো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল! আপনি কি মনে করেন সার্ক এখনো আগের মতো সক্রিয়?
—কিছু অভ্যন্তরীণ কারণে সার্ক এখন অনেকটাই নিষ্ক্রিয় একটি সংস্থা।
এই সংস্থাকে কিভাবে ঠিক করা সম্ভব? ইংরেজিতে বলুন।
—Sir, In order to take any decision, SAARC needs to have a ‘yes’ from all the members. I would like to change it so that the interest of the maximum can be kept. I would also suggest the member countries to resolve their internal issues or at least restrict their problems to bi-lateral relations and work together for SAARC for the well being of mass people of this region.
এক্সটার্নাল-২ : সম্প্রতি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে শত্রু ছিল এমন দুটি দেশ অন্য একটি দেশের মধ্যস্থতায় চুক্তিতে এসেছে। জানেন?
—জি স্যার, সৌদি আরব ও ইরান; চীনের মধ্যস্থতায় চুক্তি করেছে।
(এ ছাড়া আরো কয়েকটি প্রশ্ন করা হয়েছিল।)
সূত্র: কালের কণ্ঠ