WhatsApp down : বিপাকে বাংলাদেশ ও ভারতের ইউজাররা

২৫ অক্টোবর হঠাৎ করেই WhatsApp down হয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের ইউজাররা মেসেজ আদান-প্রদান করতে পারছেন না বলে অনেকে Facebook ও Twitter-এ পোস্ট করে অভিযোগ করেছেন। এর অন্যান্য দেশের ব্যবহারকারীরারাও একই সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি।

হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর সময় ত্রুটি ধরা পড়েছে। প্রথমে গ্রুপ ম্যাসেজ বন্ধ হয়েছিল, আর এখন সবরকম বার্তা আদান প্রদানে সমস্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ। এই নিয়ে টুইটারে ভাইরাল হতে শুরু করেছে মিমসও। Downdetectorও হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার কথাও জানিয়েছে।