চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ায় একটি সুন্দর ও সমৃদ্ধ সিনচিয়াং নগরী গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
চিনচিয়াংয়ের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আঞ্চলিক রাজধানী উরুমছি পৌঁছে, তিনি জাতিগোষ্ঠীর জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে তিনি স্থানীয় কর্মকর্তা, সংগঠনের নেতা, বিচার বিভাগীয় কর্মী, পুলিশ, কর্মকর্তা এবং ধর্মীয় মহলের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এই বৈঠকগুলোতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় প্রতিনিধিদলের প্রধান ওয়াং হুনিং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিসের পরিচালক ছাই ছি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি চিন পিং।
সূত্র: সিএমজি, সিসিটিভি
লেখা: জেনিফার/ফয়সল