২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনারে সি চিন পিংয়ের অভিনন্দন নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) ২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনার আয়োজনের জন্য একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন।
অভিনন্দন বাণীতে সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম হলো ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো কমরেড এবং ভালো অংশীদার। চীনের কমিউনিস্ট পার্টি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি— উভয় দলই মার্কসবাদকে সমর্থন ও বিকশিত করে, সমাজতান্ত্রিক পথে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজ নিজ দেশে সমাজতান্ত্রিক নির্মাণে নেতৃত্ব দেয়। দুই দলই শাসনব্যবস্থার অভিজ্ঞতা নিয়ে গভীর বিনিময় করছে এবং যৌথভাবে নিজ নিজ দেশের উপযোগী সমাজতান্ত্রিক আধুনিকীকরণের পথ অনুসন্ধান করছে। তারা মার্কসবাদের স্থানীয়করণ ও আধুনিকীকরণে উৎসাহ দেয়, বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের বিকাশ এবং নতুন যুগে ‘কমরেড ও ভাই’ হিসেবে বন্ধুত্বের নতুন অধ্যায় লিখতে একযোগে কাজ করছে।
প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষই শাসন-অভিজ্ঞতার বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করবে এবং গভীর তাত্ত্বিক ও অ্যাকাডেমিক আলোচনা চালিয়ে যাবে। তিনি আশা করেন, এর মাধ্যমে উভয় পক্ষ কমিউনিস্ট পার্টির শাসন-নিয়ম, সমাজতান্ত্রিক নির্মাণের নিয়ম এবং মানবসমাজের উন্নয়ন সম্পর্কে তাদের যৌথ বোঝাপড়া আরও গভীর করবে। এই বোঝাপড়া উভয় দেশের সমাজতান্ত্রিক লক্ষ্য এবং চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ার জন্য তাত্ত্বিক সমর্থন যোগাবে। পাশাপাশি, বিশ্বশান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে যথাযথ অবদান রাখবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)