অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিগগিরই!


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ১, ২০২০, ১:০৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৭ অপরাহ্ন /
অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিগগিরই!

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিগগিরই অনলাইনে শুরু করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গণমাধ্যমকে তিনি জানান, করোনার মধ্যেই তো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যেহেতু অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ আছে, সেহেতু খুব শিগগিরই একাদশে ভর্তি শুরু করতে পারবো বলে মনে হয়। এছাড়া, করোনা পরিস্থিতি অনুকূল না হওয়ার আগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

৩০ জুন ২০২০ (মঙ্গলবার) করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর অষ্টম পর্বে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ক্লাস চলছে। অনলাইনেও শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ সময়েও যাতে শিক্ষার্থীরা পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে, সে ব্যাপারটি নিয়ে আমরা ভাবছি।

Rate this post