গ্রামীণ সিম বিক্রি বন্ধ শিগগিরই!


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ৪, ২০২০, ১২:০৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০০ অপরাহ্ন /
গ্রামীণ সিম বিক্রি বন্ধ শিগগিরই!

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অনুমোদন না দিলে কয়েক সপ্তাহের মধ্যে গ্রামীণফোনের (জিপি) সিম আর বাজারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দেশের শীর্ষ এ মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গ্রামীণফোনের সিইও বলেন, ‘খুচরা বিক্রেতাদের হাতে গ্রামীণফোনের যেসব সিম আছে সেগুলো শেষ হয়ে গেলে নতুন করে আর সিম পাওয়া যাবে না। কারণ সিম রিসাইকেল (দীর্ঘদিন বন্ধ থাকা সিম মালিকানা বাতিল করে বিক্রির জন্য নতুন করে প্রস্তুত করা) করার জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। এছাড়া, সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না। বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলে বাজারে গ্রামীণফোন সিমের সংকট তৈরি হবে। বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা রয়েছে।’ সিম রিসাইকেলের জন্য এখন পর্যন্ত ৩০ লাখ সিম জমা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে জিপির সিইও জানান, গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৩.১০ শতাংশ ইন্টারনেট সুবিধা ব্যবহার করছেন।

উল্লেখ্য, বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে সরকারের একধরনের সংকট চলছে। এরই ধারাবাহিকতায় নতুন সিম বিক্রি বা রিসাইকেলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অনেকেই ধারণা করছেন।

Rate this post