চীনা প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ

চীনা প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ
নভেম্বর ২৪: স্থানীয় সময় গতকাল(রোববার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর সঙ্গে বৈঠক করেন। লি ছিয়াং বলেন, চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট সি চিন পিং ও চ্যান্সেলরের মধ্যে টেলিফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়। চীন জার্মানির সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করতে আগ্রহী, একে-অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ, দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি আরও মজবুত করা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তঃসার আরও সমৃদ্ধ করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, জার্মানি ইউরোপীয় ইউনিয়নকে চীনের প্রতি অংশীদারিত্বের অবস্থান ধরে রাখতে এবং চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করবে। চীন জার্মানির সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় জোরদার করতে, বৈশ্বিক প্রশাসন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করতে, বহুপাক্ষিকতা ও অবাধ বাণিজ্য রক্ষা করতে এবং শান্তি ও উন্নয়নের জন্য গঠনমূলক ও স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করতে ইচ্ছুক। মের্ৎস বলেন, জার্মানি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, চীনের “পঞ্চাদশ পাঁচসালা পরিকল্পনা” জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা, বহুপাক্ষিক বিষয়ে যোগাযোগ বাড়ানো, অবাধ বাণিজ্য রক্ষা করা এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন।(শিশির/আলিম/মুক্তা) 李强会见德国总理默茨 当地时间11月23日,国务院总理李强在约翰内斯堡会见德国总理默茨。 李强表示,今年5月,习近平主席同总理先生通话,就进一步深化双边关系指明了方向。中方愿同德方加强战略沟通,坚持尊重彼此核心利益和重大关切,打牢两国关系发展的政治基础,拓展各领域务实合作,不断丰富双边关系内涵。希望德方推动欧盟坚持对华伙伴定位,加强对华合作。中方愿同德方加强多边沟通协调,推动完善全球治理,维护多边主义和自由贸易,做促进和平与发展的建设性、确定性力量。 默茨表示,德方重视发展对华关系,相信中国“十五五”规划将为德国和欧盟带来机遇,愿拉紧双边合作纽带,加强多边事务沟通,维护自由贸易,促进全球和平稳定发展。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.