২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন শুরু হবে ৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ৮ মে ২০২৩। ১২ মার্চ ২০২৩ (রবিবার) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত। ১ জুন ২০২৩ তারিখ থেকে এই শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে।
Table of Contents
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন যেভাবে
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজে অনার্স কোর্সে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট থেকে : http://app1.nu.edu.bd
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন কবে থেকে
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি আবেদন শুরু হবে ৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত।