নবম শ্রেণির রেজিস্ট্রেশন ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে ১৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। এ সংক্রান্ত দরকারি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ১২ বছরের কম এবং ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অংশ নিতে পারবে না।
অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৪৩ টাকা। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করা হলে বিলম্ব ফি হিসেবে অতিরিক্ত ১৪০ টাকা জমা দিতে হবে।
শিক্ষাবোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকা :
[caption id="attachment_26625" align="aligncenter" width="625"]
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০[/caption]
[caption id="attachment_26626" align="aligncenter" width="625"]
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০[/caption]
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০[/caption]
[caption id="attachment_26626" align="aligncenter" width="625"]
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০[/caption]