নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ : শুরু ১২ জুলাই, ফি নির্ধারণ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১২ জুলাই থেকে, চলবে ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি (Registration fee) নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা। ৩ জুলাই ২০২৩ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিতে হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হবে ৩১১ টাকা। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে।

জেএসসি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ (eSIF) পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২০ : ১৬ আগস্ট-১৩ সেপ্টেম্বর

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে ১৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। এ সংক্রান্ত দরকারি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ১২ বছরের কম এবং ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অংশ নিতে পারবে না।

অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৪৩ টাকা। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করা হলে বিলম্ব ফি হিসেবে অতিরিক্ত ১৪০ টাকা জমা দিতে হবে।

শিক্ষাবোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকা :

 

Class-9 Registration in Bangladesh education board-notice-2020-p1
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০

Class-9 Registration in Bangladesh education board-notice-2020-p2
নবম শ্রেণির রেজিস্ট্রেশন-২০২০