পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০, পদ ১৫৬২টি


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ২৮, ২০২০, ১০:৫১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০, পদ ১৫৬২টি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০ প্রকাশিত হয়েছে। ৩৬ ক্যাটাগরিতে মোট পদ সংখ্যা ১৫৬২টি। নির্বাচিত প্রার্থীদের দপ্তর পর্যায়ের ১১-২০ তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।
আবেদনের সময়সীমা : ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২০ তারিখ বিকাল ৫টা।
আবেদন ফি : ১ থেকে ২৯ নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে ১১২ টাকা এবং ৩০ থেকে ৩৬ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা।

# পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০ (পিডিএফ, ৫ পৃষ্ঠা) :
http://dgfp.gov.bd/sites/default/files/files/dgfp.portal.gov.bd/notices/23a59cdb_2cd9_495f_85e0_4163bc3c6170/2020-10-28-18-41-aa732f72d167b3ddc8832ce4d3600ba5.pdf

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০
Rate this post