ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২২ [ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি]
ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২২ (তারিখ ও সময়) ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার ফাইটার (ফয়ারম্যান), নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি – এই ৩টি পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত আগস্ট (২০২২) মাসে ৫৫০ জন ফায়ার ফাইটার (ফায়ারম্যান) ও ১৫০ জন ড্রাইভার সহ মোট ৭২৫ জন নিয়োগের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এসব নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর মধ্যে তিনটি পদের বাছাই পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ পদের শারীরিক যোগ্যতা পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাঠে শারীরিক যোগ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানার বিভাগ অনুযায়ী পরীক্ষা হবে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, মাস্ক পরে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার তারিখ ২০২২ নোটিশ
- শারীরিক যোগ্যতা পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/12e378d7_76f9_4ad3_a074_d82ef3e296d7/2022-12-26-08-57-e7d683f40f1792a341dac90669a1ffd9.pdf