শিক্ষা বার্তা

প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেডের সম্মতিপত্র পাঠানো হয়েছে

সরকারি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেডের সম্মতিপত্র পাঠানো হয়েছে। সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দিতে অর্থ বিভাগের উপ-সচিব রওনক আফরোজা সুমা স্বাক্ষরিত স্পষ্টীকরণ সম্মতিপত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে, আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের জটিলতায় স্নাতকে তৃতীয় বিভাগ পাওয়া শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন পাওয়া নিয়ে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৬ এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনক্রম নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

বেতন নির্ধারণ করে জারিকৃত আদেশের শর্তে বলা হয়েছে, সহকারী শিক্ষক (পুরুষ-মহিলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৬ এ তফশিল অনুযায়ী পদ পূরণযোগ্য। তবে সরকারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ১৯৮১, ১৯৯১, ২৯১৩ এর আওতায় নিয়োগ পাওয়া যারা এখনও কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে উক্ত স্কেলপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত যোগ্যতা বিবেচনাযোগ্য হবে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে স্নাতকে তৃতীয় বিভাগ পাওয়া শিক্ষকরাও ১৩ তম গ্রেডে বেতন পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button