১৩ জুন ২০২১ স্কুল-কলেজ খুলছে না


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ৬, ২০২১, ৮:২৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৯ অপরাহ্ন /
১৩ জুন ২০২১ স্কুল-কলেজ খুলছে না

সর্বশেষ খবর হলো- ১৩ জুন স্কুল-কলেজ খুলছে না। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

তবে বেশ কিছুদিন ধরে দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং এতে মৃত্যু বাড়ছে। ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়া নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর ফলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ (৬ জুন) বিকালে গণমাধ্যমকে জানান, বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির কারণে  ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। পরবর্তী সময়ে আলোচনা করে স্কুল-কলেজ খোলার সময় জানানো হবে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও ১৩ জুন থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার পরিকল্পনা করেছিল।

Rate this post