২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনে


এডু ডেইলি ২৪ নভেম্বর ১৪, ২০২১, ৪:৩৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৫ অপরাহ্ন
২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনে

২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনের দিকে নেয়া সম্ভব হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, “বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না। আশা করছি, মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।”

১৪ নভেম্বর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, “এ বছর (২০২১) করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হচ্ছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না।”

সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর এ ধারাবাহিকতা থাকলে আগামী মে-জুন (২০২২) নাগাদ আমরা ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হবো।

Rate this post

Leave a Reply

BD Results App