৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা ৫ ডিসেম্বর


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ১৯, ২০২০, ৫:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন /
৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা ৫ ডিসেম্বর

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে সমন্বিত ৭ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ৭৭১টি পদে সিনিয়র অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২০ (শনিবার) অনুষ্ঠিত হবে। ব্যাংক ৭টি হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা রাজধানীর ৬৫-৭০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। প্রবেশ পত্রে বলা আছে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে হুড়োহুড়ি করে ঢুকতে দেওয়া হবে না। প্রার্থীদের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া বড় বেঞ্চে দুই পাশে দুজন ও ছোট বেঞ্চে একজনকে বসতে দেওয়া হবে।

১ লাখ ৪০ হাজার প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। পরীক্ষার কেন্দ্রের নাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হবে।

 

ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা :

১. সোনালী ব্যাংক লিমিটেড – ২৬৪টি

২. জনতা ব্যাংক লিমিটেড – ১৩৯টি

৩. রূপালী ব্যাংক লিমিটেড – ২১১টি

৪. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ১১৩টি

৫. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন – ৮টি

৬. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ – ৩০টি

৭. কর্মসংস্থান ব্যাংক – ৬টি

Rate this post