এ এইচ সবুজ, গাজীপুর: 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেডের সভাপতি মো: সেলিম হোসেন আরজু,
সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: সাইদুর রহমান, অরুণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মাঠকর্মী নাসিমা আক্তার, ধলাগড় কাঠাখালি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোফাজ্জল হোসেন খাঁন, বামনখোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল আমিন সিকদার, তরগাঁও ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল করিম বেপারী, কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো: ইলিয়াস উদ্দিন সরকারসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মো: নাহিদুল হক বলেন, সমবায় সমিতি থেকে কেবল ঋণ দিলেই হবেনা। পাশাপাশি ঋণ গ্রহিতাদেরকে সঠিক পরিকল্পনা দিতে হবে। যাতে করে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করে তারা সফল হতে পারে।
উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা ১টি, প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা ( বিভাগীয়) মোট ৩৫১টি। এরমধ্যে কার্যকর ১২২টি এবং অকার্যকর ২২৯টি। প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা (পউবো) ২৪৩টি। এরমধ্যে অকার্যকর ২৪৩টি। এছাড়াও আশ্রয়ণ (প্রকল্প) সমবায় সমিতির সংখ্যা ২টি এবং নতুন আশ্রয়ণ সমবায় সমিতির সংখ্যা ৬টি।
এসময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যদরা উপস্থিত ছিলেন।