বাংলাদেশে শীঘ্রই চালু হচ্ছে নতুন BTCL MVNO সিম, রয়েছে আরো নতুন সিম চালুর সম্ভবনা, থাকছে আনলিমিটেড কলিং! হ্যা, ঠিকই পড়ছেন। বাংলাদেশে MVNO সিম চালু করবে BTCL, সাথে MVNO এর শর্ত গুলো শিথিল করা হয়েছে এতে দ্রুতই নতুন সিম কোম্পানি মার্কেটে দেখা মিলতে পারে। ওহ, আচ্ছা, MVNO কি সেটাই বুঝলেন না তো?
সোজা কথায়, MVNO হচ্ছে ভার্চুয়াল মোবাইল অপারেটর। এদের আসল মোবাইল অপারেটর রবি, এয়ারটেল, বাংলালিংক এদের মত কোনো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মানে টাওয়ার, ফাইবার, রেডিও এগুলো কিছু নাই। এরা আসল অপারেটর থেকে সার্ভিস ভাড়া নিয়ে কল, ইন্টারনেট/ডাটা এগুলো রিসেল করবে। এদের মূল অবজেকটিভ হলো কম প্রাইসে সার্ভিস সেল করা, এবং প্রতিযোগিতা তৈরি করা।
বুঝলেন তো এবার? — BTCL একটা সিম বের করবে, যেটা হয়তো যেকোনো একটা মোবাইল অপারেটরের নেটওয়ার্কের উপরে ভর করে কাজ করবে এবং আপনাকে আলাদা ভয়েস এবং ডাটা প্ল্যান অফার করবে।
আনলিমিটেড ডাটা + শর্ত সাপেক্ষে আনলিমিটেড কলিং প্ল্যান আমরা দেখতে পাইতে পারি। সাথে থাকছে OTT একসেস, ফোন ও কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হবে।
ব্যাপার টা এক্সাইটিং!!