বাংলাদেশে অনেক সময় দীর্ঘদিন ব্যবহার না করা, NID ভেরিফিকেশন না থাকা বা বিল বাকি থাকার কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই — মাত্র কয়েকটি ধাপে আপনি খুব সহজেই বন্ধ হওয়া সিম চালু করতে পারবেন।
Table of Contents
সিম বন্ধ হওয়ার কারণ জানুন
প্রথমেই জেনে নিন কেন আপনার সিমটি বন্ধ হয়েছে। সাধারণত নিচের কারণগুলোতে সিম নিষ্ক্রিয় হয়:
-
দীর্ঘদিন ব্যবহার না করা
-
NID (জাতীয় পরিচয়পত্র) ভেরিফিকেশন না থাকা
-
পোস্টপেইড হলে বিল পরিশোধ না করা
-
অপারেটরের নিয়ম ভঙ্গ বা নিরাপত্তা কারণে বন্ধ
সিমের অবস্থা চেক করুন
সিমটি আসলে বন্ধ কিনা বা সাময়িকভাবে নিষ্ক্রিয় কিনা তা জেনে নিন।
👉 অন্য একটি মোবাইল থেকে কল করুন অথবা অপারেটরের ওয়েবসাইটে গিয়ে সিমের স্ট্যাটাস যাচাই করুন।
অপারেটরভিত্তিক চেক করার কোডগুলো:
📞 Grameenphone: *121*1*4#
📞 Robi: *140*2#
📞 Banglalink: *124#
📞 Teletalk: *551#
বন্ধ হওয়া সিম কার্ড চালু সংক্রান্ত কার্যক্রম (BTRC কর্তৃক নির্দেশনা)
বন্ধকৃত সীম চালুকরণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে বন্ধকৃত সীম চালু করা হয়। সেলফ রেগুলেশন পদ্ধতি এবং সীম বক্স ডিটেকশন সিস্টেমের মাধ্যমে বন্ধ হওয়া সীম এর প্রকৃত গ্রাহকের তথ্য যাচাই/বাছাই করতঃ সীম পুনরায় চালু করা হয়ে থাকে। সেবা গ্রহণ পদ্ধতিঃ * গ্রাহক -কে আবেদন করতে হবে। * উক্ত আবেদন পত্র চেয়ারম্যান, বিটিআরসি বরাবর করতে হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষনে পরিচালক (ইএন্ডআই)-কে রাখতে হবে। * NID/Smart Card এর ফটোকপি। * উক্ত আবেদনপত্রে (অভিযোগের তথ্য প্রমাণসহ) সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র (যদি থাকে) সংযুক্ত করে দিতে হবে।
NID যাচাই করুন
যদি NID mismatch দেখা দেয়, তাহলে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিমটি পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে।
🔗 nidw.gov.bd