নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীর কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এরপর ৪ অক্টোবর ২০২৫ (শনিবার) দিবাগত রাতে তার বাড়ি ঘেরাও করে স্থানীয় জনতা। প্রতিবাদের মুখে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে রবিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্ররা।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
এর আগে, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে।
অপূর্ব পাল ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেন। পরে রাতে একদল ছাত্র-জনতা রাতে তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ দেখায়। রাত দেড়টার দিকে তাকে আটক করে পুলিশ।
এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিতে দেখা যায়, অপূর্ব পালের বাসার নিচে পুলিশের সঙ্গে তিনি আছেন। তবে বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র-জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট ও ছাত্রনেতারা।
ভিডিও: https://youtube.com/shorts/PTXVGjrob5w?feature=share