NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ [স্কুল পর্যায়ের MCQ solution]


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৩, ১:২১ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৬ অপরাহ্ন /
NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ [স্কুল পর্যায়ের MCQ solution]

NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ [স্কুল পর্যায়ের সম্পূর্ণ MCQ solution] এখানে দেওয়া হলো। এনটিআরসিএ-এর ১৭ বেসরকারি শিক্ষক নিবন্ধন [স্কুল ও স্কুল পর্যায়-২] এর প্রিলিমিনারি পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

এনটিআরসিএ ১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২২

কর্তৃপক্ষ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
পদ : স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক
মোট প্রার্থী সংখ্যা : প্রায় ১২ লাখ
পরীক্ষার তারিখ : ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও
৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ)
ওয়েবসাইট : http://www.ntrca.gov.bd
NTRCA exam 2022

NTRCA ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ স্কুল পর্যায় / NTRCA 17th exam solution 2022 school pdf

বাংলা প্রশ্নের সমাধান

  • ১। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উ. “চ” ধ্বনি ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৫ পৃষ্ঠা )
  • ২। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? উ. শব্দমূল ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ২ পৃষ্ঠা )
  • ৩। সাধু ও চলিত ভাষার প্রধান প্রার্থক্য- উ. সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায় ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৩ পৃষ্ঠা )
  • ৪। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উ. ‘কমা’ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৩৩ পৃষ্ঠা )  
  • ৫। ‘প্রথিত’ শব্দের অর্থ কী? উ. বিখ্যাত
  • ৬। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উ. অবিলম্ব
  • ৭। কোন বানানটি শুদ্ধ? উ. উপর্যুক্ত ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৩৫ পৃষ্ঠা )  
  • ৮। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উ. দীনতা প্রশংসনীয় নয় ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৩৭ পৃষ্ঠা )  
  • ৯। ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? -পূর্বাহ্ণ
  • ১০। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? – উ. কিছু করার আগে ভাল করে নাও/ ভাবিয়া করিও কাজ ।( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১২৯ পৃষ্ঠা )
  • ১১। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি? উ. চালান
  • ১২। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ- উ. প্রতি + আবর্তন
  • ১৩। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? উ. তালব্য
  • ১৪। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উঃ অধিকরণে ৭মী ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৯ পৃষ্ঠা )
  • ১৫। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উ. …

  • ১৬। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উ.অন্যকাল
  • ১৭। ‘মুজিববর্ষ’ কোন সমাস? উ.কর্মধারয় সমাস ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৪ পৃষ্ঠা কর্মধারয় সমাসের নিয়ম)
  • ১৮। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উ.√মুচ্+ক্তি ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১১ পৃষ্ঠা )
  • ১৯। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি? উ. অবনী ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ২৩ পৃষ্ঠা )
  • ২০। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উ.সিংহদার
  • ২১। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে? উ.ত্বরিৎকর্মা
  • ২২। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? উ.বক্তব্য ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ২৬ পৃষ্ঠা )
  • ২৩। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উ.√শ্রু + অন ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১১ পৃষ্ঠা )
  • ২৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উ. সৎমা ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১০পৃষ্ঠা )
  • ২৫। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উ. রজকী

ইংরেজি প্রশ্নের সমাধান

  • ২৬। If I had tried again – উ. B) I could have solved the problem ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১০৬ পৃষ্ঠা নিয়ম-১৯ )  
  • ২৭। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উ. D) Nowadays women are playing important role in all spheres of life.
  • ২৮। I fancy I (turn) a trifle pale. উ. A) turned ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৯ পৃষ্ঠায় নিয়ম ৭) 
  • ২৯। He fell __ a trap. উ. C) into
  • ৩০। I would rather die- উ. B) than beg ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৯০ পৃষ্ঠা )
  • ৩১। The prince has no ambition __ the throne. উ. D) for ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১১৫ পৃষ্ঠা )
  • ৩২। Which is the noun of the word wise? উ. B) wisdom
  • ৩৩। Ups and downs means- উ. D) rise and fall
  • ৩৪। The verb form of ‘strong’ is- উ. C) strengthen
  • ৩৫। — best companions in life. উ. A) Books are men’s
  • ৩৬। তিনি সৎ লোক ছিলেন, তাই না? উ. He was an honest man, wasn’t he?( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১২৯ পৃষ্ঠা )
  • ৩৭। The synonym of ‘incredible’ is— উ. A) unbelievable ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১২৩ পৃষ্ঠা)  

  • ৩৮। The antonym of ‘Honorary’ is — উ. C) salaried ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১১৮ পৃষ্ঠা )
  • ৩৯। ‘To end in smoke’ means — উ. C) to come to nothing ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ২৫১ পৃষ্ঠা )
  • ৪০। Kalam is as strong as Salam. (Comparative) উ. A) Salam is not stronger than Kalam( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৯৯ পৃষ্ঠা ছক)
  • ৪১। The synonym of ‘Prudent’ is — উ. B) insightful ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১২২ পৃষ্ঠা )
  • ৪২। Without working hard, you can not succeed. উ. B) Work hard or you can not succeed.( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১০১ পৃষ্ঠা নিয়ম ৪ )
  • ৪৩। Over-flooding is one of the worst problem in our country. (Positive) – উ. C) Very few problems in our country are as bad as over-flooding.
    (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১০০ পৃষ্ঠা ছক)
  • ৪৪। What can no be cured must be endured. (Active) উ. C) We must endure what we can not cure.
  • ৪৫। Let us love our country. (Simple) উ. B) We should love our country

  • ৪৬। Noun form of the word ‘comfortable’ is — উ. B) comfort (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৮২ পৃষ্ঠা )
  • ৪৭। I look forward to (receive) a letter from you. উ. A) receiving ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৯২ পৃষ্ঠা নিয়ম-২ )  
  • ৪৮। He is so dull that — উ. C) He can not understand anything ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১০১ পৃষ্ঠা নিয়ম-৭ )  
  • ৪৯। I have left the room but he (enter) the room. উ. D) is entering
  • ৫০। The man is — his son’s fault. উ. A) blind to ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১১৫ পৃষ্ঠা )

অংক / গণিত প্রশ্নের সমাধান

  • ৫১। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? উ. ৬ বছর ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৫৭ পৃষ্ঠা টাইপ-১১)
  • ৫২। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? উ. ৩ মিনিট ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৩৮ পৃষ্ঠা )
  • ৫৩। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে? উ.৬ দিনে ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৪১ পৃষ্ঠা টাইপ-৭)
  • ৫৪। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? উ. ৬৬ ২/৩ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৪২ পৃষ্ঠা টাইপ-৮)
  • ৫৫। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? উ. ১২.৫
  • ৫৬। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? উ. ৪৫০( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৪৮ পৃষ্ঠা টাইপ-৭)
  • ৫৭। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উ. ৯ : ৪ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৮৯ পৃষ্ঠা প্রশ্ন ৪ এর অনুরূপ)
  • ৫৮। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? উ. ২১০০ টাকা ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৫৩ পৃষ্ঠা টাইপ-১)
  • ৫৯। log3 3+ log4 2= কত? উ. 5/2 
  • ৬০। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উ. ৯০ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৭৬ পৃষ্ঠা প্রশ্ন ১৮) 

  • ৬১। 3 5⁴ এর মান কত? উ. ২২৫ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৭১ পৃষ্ঠা প্রশ্ন ৪৯)
  • ৬২। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত? উ. +- ৭ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৬১ পৃষ্ঠা টাইপ ২ ১৩নাম্বার প্রশ্নের অনুরূপ)
  • ৬৩। যদি abˣ⁻³ = baˣ⁻⁵ হয়, তবে x এর মান কত? উ.৪ 
  • ৬৪। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন ‍abc এর মান হয়- উ.১ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৭০ পৃষ্ঠা ১ নাম্বার প্রশ্নের অনুরূপ)
  • ৬৫। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উ. ৩,৪,৫
  • ৬৬। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? উ. ৯৬ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৮৫ পৃষ্ঠা ৪ নাম্বার প্রশ্নের অনুরূপ)
  • ৬৭। যদি 3m = 81 হয়, তবে m3= ? উ. ৬৪ 

  • ৬৮। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে- উ. ৪০,৬০,৮০ ডিগ্রি ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৭৬ পৃষ্ঠা ১২ নাম্বার প্রশ্নের অনুরূপ)
  • ৬৯। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উ. ১২ ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৮৯ পৃষ্ঠা)
  • ৭০। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি? উ. (1+a-b)(1-a+b) ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৬৯ পৃষ্ঠা ১৮ নাম্বার প্রশ্ন)
  • ৭১। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? উ. ২৫(( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৬৬ পৃষ্ঠা ১০ নাম্বার প্রশ্নের অনুরূপ)
  • ৭২। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি? উ. ১১০ ডিগ্রী ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৭৭ পৃষ্ঠা ২৪ নাম্বার প্রশ্ন)
  • ৭৩। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? উঃ আয়তক্ষেত্র ( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ১৮৫ পৃষ্ঠা ২৫ নাম্বার প্রশ্ন)
  • ৭৪। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত? উ. X6-1
  • ৭৫। 2n 2n-1 = কত? উ. 2

সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান

  • ৭৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উ. মহেশখালী( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৪১ পৃষ্ঠা )
  • ৭৭। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে — উ. মৌলভীবাজার( জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৫৬ পৃষ্ঠা )
  • ৭৮। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন — উ. আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৪৭ পৃষ্ঠা )
  • ৭৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উ. যশোর
  • ৮০। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন — উ. আজিজুর রহমান
  • ৮১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৪৮পৃষ্ঠা )
  • ৮২। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? উ. দুই টাকার ধাতব মুদ্রা
  • ৮৩। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়? উ. রাঙ্গামাটি জেলায়
  • ৮৪। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উ. গাম্বিয়া
  • ৮৫। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —। উত্তর. ২৪শে ফেব্রুয়ারি ২০২২

  • ৮৬। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা– উ. ১৬৪ 
  • ৮৭। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উ. ইউক্রেন
  • ৮৮। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উ. ৯ম মহাসচিব
  • ৮৯। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী? উ. ঋষি সুনাক
  • ৯০। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উ. এশিয়া (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৭০ পৃষ্ঠা )
  • ৯১। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে? উ. ১৯৯৬ সাল (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৭৭ পৃষ্ঠা )
  • ৯২। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো — উ. লৌহ (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ২৬৪ পৃষ্ঠা )
  • ৯৩। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে —- উ. অঙ্কোলজি (অর্বুদবিজ্ঞান)

  • ৯৪। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত — উ. নাইরোবি (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৬৯ পৃষ্ঠা )
  • ৯৫। শর্করা জাতিয় খাদ্য যে কাজে ব্যয় হয়-
    উত্তর: দেহের বৃদ্ধির জন্য
  • ৯৬। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্‌টওয়্যার এর নাম কী? 
    উত্তরঃ আই সাইট
  • ৯৭। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চেলে যায়? 
    উত্তরঃ RAM
  • ৯৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে-
    উত্তরঃ কোভিড-১৯
  • ৯৯। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
    উ. আয়োডিন (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন বইয়ের ৭৬ পৃষ্ঠা )
  • ১০০। GIS-এর পূর্ণরূপ কোনটি?
    উত্তরঃ Geographic Information System

বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

উত্তর : শব্দমূল

Rate this post